ঢাকা , শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এলইডি টিভিতে আচমকা বিস্ফোরণ, কিশোরের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • 49

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে একটি বাড়িতে এলইডি (লাইট ইমিটিং ডায়োড) টিভি চলতে চলতে হঠাৎ বিস্ফোরণ হয়ে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন তার মা, ভাইয়ের বউ এবং এক বন্ধু।

মঙ্গলবারের (৪ অক্টোবর) রাতে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই ছিল যে এতে ধসে গেছে বাড়ির একটি দেয়াল, যেখানে লাগানো ছিল টিভি। এছাড়াও পুরো বাড়ির দেয়াল ও ছাদে কমবেশি ক্ষতি হয়েছে। সূত্র : এনডিটিভি

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ওমেন্দ্র নামের ওই কিশোর মুখে, বুকে এবং ঘাড়ে গুরুতর আঘাত পায়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সে মারা যায়। তার মা-সহ বিস্ফোরণে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিবেশী বিনীতা জানান, বিস্ফোরণের আওয়াজ শুনে তারা ভেবেছিলেন গ্যাস সিলিন্ডার ফেটে গেছে। তারা সবাই দৌড়ে এসে দেখেন বিস্ফোরণে ধসে পড়া ওমেন্দ্রদের বাড়ির একাংশ থেকে বেরিয়ে আসছে ধোঁয়ার কুণ্ডলী।

পরিবারের এক সদস্য মনিকা জানান, বিস্ফোরণের সময় তিনি বাড়ির অন্য ঘরে ছিলেন। বিস্ফোরণে পুরো বাড়ি কেঁপে ওঠে এবং দেয়ালের একাংশ ধসে পড়ে।

গাজিয়াবাদ পুলিশ কর্মকর্তা জ্ঞানেন্দ্র সিং বলেন, ঠিক কোন কারণে টিভিতে বিস্ফোরণ ঘটল। ওই এলইডি টিভিতে প্রযুক্তিগত কোনও ত্রুটি ছিল কিনা তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সবকিছু ক্ষতিয়ে দেখা হচ্ছে।

বিজনেস আওয়ার/০৫অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এলইডি টিভিতে আচমকা বিস্ফোরণ, কিশোরের মৃত্যু

পোস্ট হয়েছে : ০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে একটি বাড়িতে এলইডি (লাইট ইমিটিং ডায়োড) টিভি চলতে চলতে হঠাৎ বিস্ফোরণ হয়ে ১৬ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন তার মা, ভাইয়ের বউ এবং এক বন্ধু।

মঙ্গলবারের (৪ অক্টোবর) রাতে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতই ছিল যে এতে ধসে গেছে বাড়ির একটি দেয়াল, যেখানে লাগানো ছিল টিভি। এছাড়াও পুরো বাড়ির দেয়াল ও ছাদে কমবেশি ক্ষতি হয়েছে। সূত্র : এনডিটিভি

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ওমেন্দ্র নামের ওই কিশোর মুখে, বুকে এবং ঘাড়ে গুরুতর আঘাত পায়। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সে মারা যায়। তার মা-সহ বিস্ফোরণে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রতিবেশী বিনীতা জানান, বিস্ফোরণের আওয়াজ শুনে তারা ভেবেছিলেন গ্যাস সিলিন্ডার ফেটে গেছে। তারা সবাই দৌড়ে এসে দেখেন বিস্ফোরণে ধসে পড়া ওমেন্দ্রদের বাড়ির একাংশ থেকে বেরিয়ে আসছে ধোঁয়ার কুণ্ডলী।

পরিবারের এক সদস্য মনিকা জানান, বিস্ফোরণের সময় তিনি বাড়ির অন্য ঘরে ছিলেন। বিস্ফোরণে পুরো বাড়ি কেঁপে ওঠে এবং দেয়ালের একাংশ ধসে পড়ে।

গাজিয়াবাদ পুলিশ কর্মকর্তা জ্ঞানেন্দ্র সিং বলেন, ঠিক কোন কারণে টিভিতে বিস্ফোরণ ঘটল। ওই এলইডি টিভিতে প্রযুক্তিগত কোনও ত্রুটি ছিল কিনা তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সবকিছু ক্ষতিয়ে দেখা হচ্ছে।

বিজনেস আওয়ার/০৫অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: