ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূল হোতা বিএনপি: হানিফ

  • পোস্ট হয়েছে : ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • 47

বিজনেস আওয়ার প্রতিবেদক: ‘দেশের অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূল হোতা বিএনপি’ এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, মির্জা ফখরুলরা অসুরবধের কথা বলছেন, আসলে অসুরতো তারাই।

বুধবার (০৫অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সালে অসুরের দানবের মতো তারা ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে। গ্রেনেড হামলাসহ বার বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। জনগণই তাদের বধ করে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে।

হানিফ বলেন, বিএনপির কোনো জনসমর্থন নেই, ক্ষমতায় যেতে আজ তারা ছোট ছোট দলগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করছে।

আগামী নির্বাচনে রাজনৈতিক জোট নিয়ে জিএম কাদেরের মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ১৪ দলীয় জোটের ভাঙনের কোনো সুযোগ নেই। দলকে শক্তিশালী করতে অনেকেই অনেক কথা বলবে, সময় হলে এসব যে যৌক্তিক হবে না বলেই মনে করেন তিনি।

এ সময় দৌলতপুর উপজেলার চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/০৫অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূল হোতা বিএনপি: হানিফ

পোস্ট হয়েছে : ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: ‘দেশের অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূল হোতা বিএনপি’ এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বলেছেন, মির্জা ফখরুলরা অসুরবধের কথা বলছেন, আসলে অসুরতো তারাই।

বুধবার (০৫অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সালে অসুরের দানবের মতো তারা ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে। গ্রেনেড হামলাসহ বার বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। জনগণই তাদের বধ করে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে।

হানিফ বলেন, বিএনপির কোনো জনসমর্থন নেই, ক্ষমতায় যেতে আজ তারা ছোট ছোট দলগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করছে।

আগামী নির্বাচনে রাজনৈতিক জোট নিয়ে জিএম কাদেরের মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ১৪ দলীয় জোটের ভাঙনের কোনো সুযোগ নেই। দলকে শক্তিশালী করতে অনেকেই অনেক কথা বলবে, সময় হলে এসব যে যৌক্তিক হবে না বলেই মনে করেন তিনি।

এ সময় দৌলতপুর উপজেলার চেয়ারম্যান অ্যাড. এজাজ আহমেদ মামুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজনেস আওয়ার/০৫অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: