ঢাকা , শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

  • পোস্ট হয়েছে : ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • 85

বিজনেস আওয়ার প্রতিবেদক: নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাড়ির পাশের দূর সম্পর্কের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৫)। পরে দিবাগত রাত ২টার দিকে নির্যাতিত কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টার উপজেলার কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই অভিযুক্ত যুবক সপরিবারে পলাতক রয়েছে।

অভিযুক্ত যুবকের নাম টিপু (২৫)। তিনি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজারসংলগ্ন মালিপাড়া এলাকার নুরনবী মেম্বার বাড়ির রফিকের ছেলে।

পুলিশ ও কিশোরীর পরিবার সূত্র জানায়, অভিযুক্ত টিপু ওই কিশোরীর দূরসম্পর্কের মামাতো ভাই। মঙ্গলবার কিশোরী তার পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়। রাতে অভিযুক্ত টিপু কৌশলে তাকে বিয়েবাড়ির একটি ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করেন। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে রেখে টিপু পালিয়ে যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। কিশোরীর বাবা থানায় এসেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে, তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজনেস আওয়ার/০৫অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিয়ের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

পোস্ট হয়েছে : ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাড়ির পাশের দূর সম্পর্কের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে এক কিশোরী (১৫) ধর্ষণের শিকার হয়েছে।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৫)। পরে দিবাগত রাত ২টার দিকে নির্যাতিত কিশোরীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১১টার উপজেলার কবিরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই অভিযুক্ত যুবক সপরিবারে পলাতক রয়েছে।

অভিযুক্ত যুবকের নাম টিপু (২৫)। তিনি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজারসংলগ্ন মালিপাড়া এলাকার নুরনবী মেম্বার বাড়ির রফিকের ছেলে।

পুলিশ ও কিশোরীর পরিবার সূত্র জানায়, অভিযুক্ত টিপু ওই কিশোরীর দূরসম্পর্কের মামাতো ভাই। মঙ্গলবার কিশোরী তার পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়। রাতে অভিযুক্ত টিপু কৌশলে তাকে বিয়েবাড়ির একটি ভবনের ছাদে নিয়ে ধর্ষণ করেন। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে রেখে টিপু পালিয়ে যান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। কিশোরীর বাবা থানায় এসেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে, তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজনেস আওয়ার/০৫অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: