আন্তর্জাতিক ডেস্ক : পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ব বাজারে তেলের দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আল-জাজিরা অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার ভিয়েনায় ওপেকভুক্ত দেশগুলোর বৈঠক হয়। এতে ২০২০ সালে করোনা মহামারির পর থেকে তেলের উৎপাদন সবচেয়ে বেশি মাত্রায় কমানোর সিদ্ধান্ত হয়। তেলের উৎপাদন না কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর চাপ সত্ত্বেও জোটটি এই সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বৈঠকে ওপেক দেশগুলো দৈনিক ২০ লাখ ব্যারেল তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ক্রমবর্ধমান মার্কিন সুদের হার এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় তিন মাস আগে তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার থেকে কমে ৯০ ডলারে নেমে আসে।
আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ওপেকের এই সিদ্ধান্তের প্রভাব ভোক্তা পর্যায়ে পড়তে তিন সপ্তাহ লাগতে পারে। ওপেকের এই সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র তার মজুদ থেকে তেল সরবরাহ শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজনেস আওয়ার/০৬ অক্টোবর, ২০২২/কমা