বিজনেসে আওয়ার প্রতিবেদক : ভোজ্যতেল আমদানি পর্যায়ে ভ্যাট মওকুফের সময় আরও বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৬ অক্টোবর) এনবিআর এক আদেশ এ তথ্য জানায়।
এনবিআর জানায়, পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি পর্যায়ে ভ্যাট মওকুফ সুবিধা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে ও বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশে এনবিআর থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে ভোজ্যতেলে দাম নিয়ন্ত্রণে আমদানিপর্যায়ে ভ্যাট মওকুফ সুবিধার মেয়াদ গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়।
তথ্যমতে, বর্তমানে বছরে ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা আছে। এর মধ্যে ২ লাখ টন স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা হয়। বাকি ১৮ লাখ টন আমদানি করা হয়।
বিজনেস আওয়ার/০৭ অক্টোবর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: