আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর এক মানবাধিকার কর্মী ও দুই মানবাধিকার সংস্থাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার (৭ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট শান্তির নোবেল বিজয়ী ব্যক্তি ও সংস্থার নাম ঘোষণা করেন।
নরওয়েজিয়ান নোবেল কমিটি জানিয়েছে, বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিয়ালিয়াৎস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুরস্কার হিসেবে ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন শান্তিতে এ নোবেলজয়ী। আগামী ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ী ঘোষণার মাধ্যমে এবারের নোবেল পুরস্কারের আনুষ্ঠানিকতা শেষ হবে।
বিজনেস আওয়ার/০৭ অক্টোবর, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: