ঢাকা , শনিবার, ২২ জুন ২০২৪, ৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ইমরান খান প্রতারক, দিনরাত মিথ্যা বলে: পাক প্রধানমন্ত্রী

  • পোস্ট হয়েছে : ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২
  • 11

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে দেশের ইতিহাসে ‘সবচেয়ে বড় প্রতারক এবং মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেহবাজ। শুক্রবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে শেহবাজ শরিফ বলেন, ‘আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, তিনি (ইমরান) একজন প্রতারক, তিনি দিনরাত মিথ্যা বলেন। তিনি জাতিকে বিচ্ছিন্ন করেছেন এবং (জাতিকে নিয়ে) খেলা করছেন। তিনি পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ফাটল সৃষ্টির চেষ্টা করেছেন।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তিনি ইমরানের ‘সত্যিকারের মুখ’ জাতির সামনে উপস্থাপন করতে চান। চলতি বছরের এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে ঘিরে সেসময়কার পরিস্থিতিও বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বর্ণনা করেন শরিফ।

তিনি বলেন, ‘আসুন গত ৩ এপ্রিলে ফিরে যাই যখন জাতীয় পরিষদের তৎকালীন ডেপুটি স্পিকার (অনাস্থা) ভোটের আগে সাবেক তথ্যমন্ত্রীকে (ফাওয়াদ চৌধুরী) কথা বলার অনুমতি দিয়েছিলেন। সেসময় তিনি (চৌধুরী) একটি বিবৃতি পড়ে শোনান যাতে পিটিআই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে এবং এটিকে ‘বিদেশি ষড়যন্ত্র’ বলে অভিহিত করা হয়েছে।’

শেহবাজ শরিফ আরও বলেন, ‘ইমরান গত পাঁচ মাস ধরে যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এবং জাতির সময় নষ্ট করছেন তার ভিত্তি ছিল এটি। জাতীয় পরিষদে আমি বলেছিলাম, আল্লাহ না করুন যদি আমার বা জোট সরকারের বিরুদ্ধে এই ষড়যন্ত্র প্রমাণিত হয় তবে আমাকে ফাঁসি দেওয়ার অধিকার রয়েছে এই জাতির।’

অডিও ফাঁসের বিষয় নিয়েও কথা বলেন শেহবাজ শরিফ। ইমরান খান যে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী তা ফাঁস হওয়া অডিওগুলো ‘একটি অকাট্য প্রমাণ’। এই অডিও ফাঁস তদন্তের অঙ্গীকার করে তিনি বলেন, ‘ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে জাতিকে ফলাফল জানাব।’

বিজনেস আওয়ার/০৭ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইমরান খান প্রতারক, দিনরাত মিথ্যা বলে: পাক প্রধানমন্ত্রী

পোস্ট হয়েছে : ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে দেশের ইতিহাসে ‘সবচেয়ে বড় প্রতারক এবং মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেহবাজ। শুক্রবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে শেহবাজ শরিফ বলেন, ‘আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, তিনি (ইমরান) একজন প্রতারক, তিনি দিনরাত মিথ্যা বলেন। তিনি জাতিকে বিচ্ছিন্ন করেছেন এবং (জাতিকে নিয়ে) খেলা করছেন। তিনি পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ফাটল সৃষ্টির চেষ্টা করেছেন।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তিনি ইমরানের ‘সত্যিকারের মুখ’ জাতির সামনে উপস্থাপন করতে চান। চলতি বছরের এপ্রিলে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবকে ঘিরে সেসময়কার পরিস্থিতিও বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে বর্ণনা করেন শরিফ।

তিনি বলেন, ‘আসুন গত ৩ এপ্রিলে ফিরে যাই যখন জাতীয় পরিষদের তৎকালীন ডেপুটি স্পিকার (অনাস্থা) ভোটের আগে সাবেক তথ্যমন্ত্রীকে (ফাওয়াদ চৌধুরী) কথা বলার অনুমতি দিয়েছিলেন। সেসময় তিনি (চৌধুরী) একটি বিবৃতি পড়ে শোনান যাতে পিটিআই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বলা হয়েছে এবং এটিকে ‘বিদেশি ষড়যন্ত্র’ বলে অভিহিত করা হয়েছে।’

শেহবাজ শরিফ আরও বলেন, ‘ইমরান গত পাঁচ মাস ধরে যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন এবং জাতির সময় নষ্ট করছেন তার ভিত্তি ছিল এটি। জাতীয় পরিষদে আমি বলেছিলাম, আল্লাহ না করুন যদি আমার বা জোট সরকারের বিরুদ্ধে এই ষড়যন্ত্র প্রমাণিত হয় তবে আমাকে ফাঁসি দেওয়ার অধিকার রয়েছে এই জাতির।’

অডিও ফাঁসের বিষয় নিয়েও কথা বলেন শেহবাজ শরিফ। ইমরান খান যে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী তা ফাঁস হওয়া অডিওগুলো ‘একটি অকাট্য প্রমাণ’। এই অডিও ফাঁস তদন্তের অঙ্গীকার করে তিনি বলেন, ‘ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে জাতিকে ফলাফল জানাব।’

বিজনেস আওয়ার/০৭ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: