আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রে যাত্রিবাহী একটি বাসে আগুন লেগে কমপক্ষে ১১ জন মারা গেছেন। একই সঙ্গে বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৮ অক্টোবর) ভোর ৫টা নাগাদ একটি যাত্রিবাহী বাস ঔরঙ্গাবাদ রোড ধরে যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি অন্য একটি পণ্যবাহী গাড়িতে ধাক্কা মারে। এর পরই যাত্রিবাহী ওই বাসে আগুন ধরে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, মহারাষ্ট্রের নাসিকের ঘটনা এটি। বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। আহতদের ইতিমধ্যেই চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে খবর, বাসের মধ্যে থাকা অন্তত ১১ যাত্রীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে।
বিজনেস আওয়ার/ ০৮ অক্টোবর,২০২২/ এসএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: