আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। ঠান্ডা যত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা তত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু)।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, হু-র দেয়া তথ্য মতে ‘ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই সঙ্গে কয়েকটি হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বুধবার (৫ অক্টোবর) হু-র প্রকাশিত তথ্যে দেখা যায়, এ সপ্তাহে প্রায় দেড় মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যা গত সপ্তাহ থেকে আট শতাংশ বেশি। এরই মধ্যে ফ্রান্সে আক্রান্তের সংখ্যা প্রায় ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রনের বিএ.৪/৫ ধরন গ্রীষ্মের সময় বেশির ভাগ মানুষকে আক্রান্ত করতে পারেনি, কিন্তু ওমিক্রনের নতুন ধরন তৈরি হচ্ছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিজ্ঞানীরা ওমিক্রনের শত শত নতুন ধরনের সন্ধান পাচ্ছেন।
আবারো মাথাচাড়া দিয়ে ওঠা করোনা সংক্রমণ থেকে বাঁচতে বুস্টার ডোজ গ্রহণসহ আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।
ফ্রান্সের সরকারি স্বাস্থ্যবিষয়ক সংস্থা জানিয়েছে, আক্রান্তের মধ্যে ৮০ বছর বা তার বেশি বয়সীর সংখ্যাই বেশি। হাসপাতালে মৃত্যু এবং ভর্তির সংখ্যার হার দুটোই উদ্বেগজনকভাবে বেশি। তবে সঠিক সংখ্যা তারা জানাতে পারেননি।
শুক্রবার (৭ অক্টোবর) যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্য সংস্থার প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, দেশটির প্রতি ৫০ জনের একজন কোভিডে আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া গত এক সপ্তাহে ৬৫ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, যেটি গত এক মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক।
বিজনেস আওয়ার/ ০৮ অক্টোবর,২০২২/এসএস