আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-পশ্চিম আয়ারল্যান্ডের কাউন্টি ডোনেগালের একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে কাউন্টি ডোনেগালের ক্রিসলো গ্রামে আপেলগ্রিন পেট্রোল স্টেশন নামে একটি পাম্পে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
শনিবার (০৮ অক্টোবর) পুলিশ জানায়, অ্যাপলগ্রীন পেট্রোল স্টেশনে বিস্ফোরণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। পাম্পে বিস্ফোরণের কয়েকটি ছবি প্রকাশ করেছে তারা। একটি ভবন এবং অপর একটি অ্যাপার্টমেন্টে একাংশ ধসে গেছে। আহত আটজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। ফায়ার অ্যাম্বুলেন্স সার্ভিস, কোস্ট গার্ড এবং উত্তর আয়ারল্যান্ডের এয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি যুক্তরাজ্য পরিচালিত প্রদেশের একটি বিশেষজ্ঞ দলও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।
কর্তৃপক্ষের বরাত আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এখনও আটজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনাকে ট্র্যাজেডি উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন আইরিশ প্রধানমন্ত্রী মাইকেন মার্টিন।
বিজনেস আওয়ার/ ০৮ অক্টোবর,২০২২/এএইচএ