ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে সড়কে ঝরল ৪ প্রাণ

  • পোস্ট হয়েছে : ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • 83

বিজনেস আওয়ার প্রতিবেদক : নারায়ণগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। রবিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-অটোরিকশার চালক হানিফ (২৫), মামুন (৩০) ও নূরুউদ্দিন (৪৫)। আরেকজনের বয়স ২৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিক তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ কাচঁপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. নবীর হোসেন দুর্ঘটনার তথ‌্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ ডেমরা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা চট্টগ্রাম মহাসড়কে উঠছিলো। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছয় জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। নূরুউদ্দিন নামে একজন স্থানীয় হাসপাতালে মারা যান। এছাড়া ঢামেক হাসপাতালে নিলে সেখানে তিন জনের মৃত্যু হয়।

বিজনেস আওয়ার/০৯ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নারায়ণগঞ্জে সড়কে ঝরল ৪ প্রাণ

পোস্ট হয়েছে : ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : নারায়ণগঞ্জে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। রবিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-অটোরিকশার চালক হানিফ (২৫), মামুন (৩০) ও নূরুউদ্দিন (৪৫)। আরেকজনের বয়স ২৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিক তার নাম-পরিচয় পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ কাচঁপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. নবীর হোসেন দুর্ঘটনার তথ‌্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ ডেমরা থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা চট্টগ্রাম মহাসড়কে উঠছিলো। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছয় জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় ও ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। নূরুউদ্দিন নামে একজন স্থানীয় হাসপাতালে মারা যান। এছাড়া ঢামেক হাসপাতালে নিলে সেখানে তিন জনের মৃত্যু হয়।

বিজনেস আওয়ার/০৯ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: