বিজনেস আওয়ার প্রতিবেদক: নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন।
রোববার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা এলাকার কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—অটোরিকশাচালক আবু হানিফ (২৫), যাত্রী মামুন (২৫) নূরুউদ্দিন (৪৫), জামাল (৪২) ও আরেকজনের বয়স ২৫ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিক তার নাম-পরিচয় পাওয়া যায়নি।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচপুর ব্রিজে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। অটোরিকশার ৫ যাত্রী মারা যান। আহতদের চিকিৎসা চলছে।
বিজনেস আওয়ার/ ০৯ অক্টোবর,২০২২/ এসএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: