ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নদী থেকে তিন মেয়েশিশুর মরদেহ উদ্ধার

  • পোস্ট হয়েছে : ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
  • 78

বিজনেস আওয়ার প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে আড়িয়াল খাঁ নদ থেকে তিন মেয়েশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকালে বেলাব থানার ওসি তানভির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (৯ অক্টোবর) দুপুরে ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে। তারা গোসলে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

মৃত শিশুরা হলেন- ইউনিয়নের বীরকান্দা গ্রামের ঝুমা আক্তার (১০), হালিমা আক্তার (১০) ও শিবা আক্তার (১১)। তারা ছিল প্রতিবেশী ও বান্ধবী।

বেলাব থানার ওসি তানভির আহমেদ জানান, রবিবার দুপুরে বৃষ্টির মধ্যে ওরা তিনজন নদে গোসল করতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না যাওয়ায় তাদের খুঁজতে বের হয় স্বজনরা। পরে খবর পেয়ে থানা থেকে পুলিশও যায়।

তিনি আরও জানান, এক পর্যায়ে নদের বীরকান্দা ঘাট থেকে হালিমার মরদেহ তারা উদ্ধার করে। এ সময় খুঁজতে খুঁজতে রাতে সেখানে পাওয়া যায় অন্য দুজনের মরদেহ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো রবিবার রাতেই হস্তান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/১০ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নদী থেকে তিন মেয়েশিশুর মরদেহ উদ্ধার

পোস্ট হয়েছে : ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে আড়িয়াল খাঁ নদ থেকে তিন মেয়েশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকালে বেলাব থানার ওসি তানভির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার (৯ অক্টোবর) দুপুরে ওই ইউনিয়নে এ ঘটনা ঘটে। তারা গোসলে নেমে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

মৃত শিশুরা হলেন- ইউনিয়নের বীরকান্দা গ্রামের ঝুমা আক্তার (১০), হালিমা আক্তার (১০) ও শিবা আক্তার (১১)। তারা ছিল প্রতিবেশী ও বান্ধবী।

বেলাব থানার ওসি তানভির আহমেদ জানান, রবিবার দুপুরে বৃষ্টির মধ্যে ওরা তিনজন নদে গোসল করতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না যাওয়ায় তাদের খুঁজতে বের হয় স্বজনরা। পরে খবর পেয়ে থানা থেকে পুলিশও যায়।

তিনি আরও জানান, এক পর্যায়ে নদের বীরকান্দা ঘাট থেকে হালিমার মরদেহ তারা উদ্ধার করে। এ সময় খুঁজতে খুঁজতে রাতে সেখানে পাওয়া যায় অন্য দুজনের মরদেহ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো রবিবার রাতেই হস্তান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/১০ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: