বিজনেস আওয়ার প্রতিবেদক: ভারত থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধের পরই এই কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক।
সোহরাব হোসেন জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গত রবিবার ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। একদিন বন্ধের পর আজ সকাল ১১টা থেকে আবারও আমদানি-রপ্তানিসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
তিনি আরও জানান, ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। তা আনলোড করা হচ্ছে। পরে অন্য ট্রাকে পণ্য লোড শেষে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
বিজনেস আওয়ার/১০ অক্টবর,২০২২/ এসএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: