স্পোর্টস ডেস্ক: ছয় দলের অংশগ্রহণে চলতি মাসের শেষ দিকে শুরু হবে দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি টুর্নামেন্টের আসর ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি-২০২২’। আজ সোমবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে শুরু হয়েছে এই আয়োজনের নিলাম।
ওয়ালটন ঢাকা আইকন খেলোয়াড় বাছাই করার ক্ষেত্রে সবার আগে ডাক দেওয়ার সুযোগ পায়। সেই সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলের অধিনায়ক ও তারকা ডিফেন্ডার আশরাফুল ইসলামকে দলে ভেড়ায়। এরপর বিদেশি আইকন বাছাইয়ের ক্ষেত্রে ওয়ালটন ঢাকা দলে নেয় ভারতের তারকা ফরোয়ার্ড এসভি সুনীলকে।
ওয়ালটন ঢাকা:
আইকন: দেশি আশরাফুল ইসলাম (ডিফেন্ডার), বিদেশি এসভি সুনীল (ফরোয়ার্ড)
এ+: আবু সাঈদ নিপ্পন (গোলরক্ষক) ও রকিবুল হাসান রকি (ফরোয়ার্ড)।
এ:
বি:
সি:
দেশি ১৮৬ ও বিদেশি ৩০ জনসহ মোট ২১৬ জন খেলোয়াড় অংশ নিয়েছেন নিলাম।
দেশি ১৮৬ জনের মধ্যে আইকন খেলোয়াড় ১৯ জন। ‘এ+’ ক্যাটাগোরি ১৫ জন। ‘এ’ ক্যাটাগোরির ৩২ জন। আর ‘বি’ ক্যাটাগোরির ১০৬ জন। আর ‘সি’ ক্যাটাগোরির ১৪ জন। বিদেশিদের তালিকায় ৬ জন আছেন আইকন ক্যাটাগোরিতে। এ ক্যাটাগোরিতে আছে আরও ৬ জন। আর বি ক্যাটাগোরিতে আছে ১২ জন। রিজার্ভে আছে ৬ জন।
নিলামের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি।

হকি লিগে ঢাকার স্বত্ত্ব কিনেছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাট্রিস লিমিটেড (পিএলসি)। দলের নাম ওয়ালটন ঢাকা। এই দলের বিদেশি কোচ হিসেবে আছেন মালয়েশিয়ার সাইফুল আজলী। আর দেশি কোচ হিসেবে আছেন জাহিদ হোসেন রাজু।
ওয়ালটন ঢাকার লোগোটিতে স্থান পেয়েছে ঈগল। তার পেছনে রয়েছে দুটি হকির স্টিক। বুকের ওপর লেখা ‘ওয়ালটন ঢাকা।’ নিচে রয়েছে হকি বল। দুই পাশে রয়েছে দুটি স্টার।
ওয়ালটনের বাইরে কুমিল্লার সঙ্গী রুপায়ন গ্রুপের মালিকানাধীন দলের নাম রুপায়ন গ্রুপ কুমিল্লা, চট্টগ্রামের সঙ্গী একমি গ্রুপের মালিকানাধীন দলের নাম একমি চট্টগ্রাম, মোনার্ক মার্ট গ্রুপের মালিকানাধীন দলের নাম মোনার্ক পদ্মা, খুলনার সঙ্গী সাইফ পাওয়ারটেক গ্রুপের দলের নাম সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা, আর বরিশালের সঙ্গী মেট্রো এক্সপ্রেস গ্রুপের দলের নাম মেট্রো এক্সপ্রেস গ্রুপ বরিশাল।
সবকিছু ঠিক থাকলে অক্টোবরের শেষ সপ্তাহে হকির ফ্র্যাঞ্চাইজি যুগে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্ট পরিচালনার জন্য আগামী ৫ বছরের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের কাছ থেকে স্বত্ত্ব কিনে নিয়েছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এইস। বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে হকি চ্যাম্পিয়নস ট্রফির জমজমাট লড়াই।
বিজনেস আওয়ার/১০ অক্টবর,২০২২/ এসএস