আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনা ভাইরাসে এক দিনে আরো তিন লাখের বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে মৃত্যু হয়েছে আরো সাড়ে ৯০০ মানুষের। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০টায় ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬২ কোটি ৭০ লাখ ১৮ হাজার ১২১ জন। আগের দিন একই সময় পর্যন্ত শনাক্ত হয়েছিল ৬২ কোটি ৬৬ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন। এ হিসেবে একদিনে ভাইরাসটিতে শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৪ হাজার ৪২৩ জন।
মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৫ লাখ ৬২ হাজার ০১২ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু দাঁড়িয়েছিল ৬৫ লাখ ৬১ হাজার ০২৮ জন। এহিসেবে এক দিনে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছে ৯৪৮ জন। এছাড়া সুস্থ হয়েছে ৬০ কোটি ৬৭ লাখ ৯২ হাজার ৭৪৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৮৫ লাখ ৭২ হাজার ০১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৮৭ হাজার ৯৭৬ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ১৬ হাজার ৩৯৪ জন। মারা গেছেন ৫ লাখ ২৮ হাজার ৮২২ জন। আর ব্রাজিলে ৩ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২০৪ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৮৬ হাজার ৯২৮ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২২/কমা