বিজনেস আওয়ার প্রতিবেদক: পুত্রবধূ/ছেলের বউকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্বশুর খলিলকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক বেগম মাফরোজা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এদিন জামিনে থাকা আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। রায় শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ভুক্তভোগীর শ্বশুর খলিল ঘুমন্ত অবস্থায় তার ছেলের বউকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী রাজধানীর মিরপুর মডেল থানায় তার শ্বশুর খলিলের বিরুদ্ধে মামলা করেন। চলতি বছরের ১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক খন্দকার মঞ্জুর রাহী আদালতে অভিযোগপত্র দেয়।
গত ১৬ মার্চ আদালত আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলা চলাকালীন সময় সাতজনের সাক্ষ্য প্রমাণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় দেন।
বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২২/এএইচএ