ঢাকা , বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আলোচনায় কী বলছেন সাকিব!

  • পোস্ট হয়েছে : ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • 67

স্পোর্টস ডেস্ক: ‘বাংলাওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ১২ অক্টোবর বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে এই ম্যাচটা জিততেই হবে টাইগারদের। ‘ডু অর ডাই’ ম্যাচটিতে হারলেই বাদ যাবে সাকিব আল হাসানের দল।

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। এরমধ্যে দুটি করে জয় তুলে নিয়েছে দুই দলই। পাকিস্তান সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচ থেকে দুটি জয় তুলে নিয়েছে। অন্যদিকে ব্ল্যাকক্যাপসরা শেষ দুই ম্যাচের দুটিতেই জিতেছে।

বাংলাদেশ যদি স্বাগতিক কিউইদের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে জিততে পারে তাহলে টাইগারদের সামনেও সুযোগ থাকবে দুই জয় তুলে নেওয়ার। নয়তো এক ম্যাচ আগেই সিরিজের শিরোপা দৌড় থেকে ছিটকে যাবে সাকিবের দল।

এমন অবস্থায় ম্যাচের আগের দিন অনুশীলনে সময় কাটিয়েছেন টাইগার ক্রিকেটাররা। অনুশীলন শেষে নিজেদের মধ্যে কিউই ম্যাচ ঘিরে আলোচনাও করেছেন ক্রিকেটাররা। সেই আলোচনার দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন স্কোয়াডে থাকা সৌম্য সরকার।

যেখানে তিনি লিখেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে নিজেদের মধ্যে ফাইনাল আলোচনা চলছে।’

যে আলোচনার মূল বক্তা হিসেবে দেখা যাচ্ছে টাইগার অধিনায়ক সাকিবকে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান কোচ শ্রীধরন শ্রীরামসহ ক্রিকেটাররা সবাই বেশ মনোযোগ দিয়ে শুনছে সাকিবের কথা। টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক নিশ্চয়ই মাস্ট উইন গেমে কী করতে হবে সেই টোটকাই দিচ্ছেন দলকে।

বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আলোচনায় কী বলছেন সাকিব!

পোস্ট হয়েছে : ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক: ‘বাংলাওয়াশ’ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ১২ অক্টোবর বুধবার নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে এই ম্যাচটা জিততেই হবে টাইগারদের। ‘ডু অর ডাই’ ম্যাচটিতে হারলেই বাদ যাবে সাকিব আল হাসানের দল।

ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। এরমধ্যে দুটি করে জয় তুলে নিয়েছে দুই দলই। পাকিস্তান সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচ থেকে দুটি জয় তুলে নিয়েছে। অন্যদিকে ব্ল্যাকক্যাপসরা শেষ দুই ম্যাচের দুটিতেই জিতেছে।

বাংলাদেশ যদি স্বাগতিক কিউইদের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে জিততে পারে তাহলে টাইগারদের সামনেও সুযোগ থাকবে দুই জয় তুলে নেওয়ার। নয়তো এক ম্যাচ আগেই সিরিজের শিরোপা দৌড় থেকে ছিটকে যাবে সাকিবের দল।

এমন অবস্থায় ম্যাচের আগের দিন অনুশীলনে সময় কাটিয়েছেন টাইগার ক্রিকেটাররা। অনুশীলন শেষে নিজেদের মধ্যে কিউই ম্যাচ ঘিরে আলোচনাও করেছেন ক্রিকেটাররা। সেই আলোচনার দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন স্কোয়াডে থাকা সৌম্য সরকার।

যেখানে তিনি লিখেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচের আগে নিজেদের মধ্যে ফাইনাল আলোচনা চলছে।’

যে আলোচনার মূল বক্তা হিসেবে দেখা যাচ্ছে টাইগার অধিনায়ক সাকিবকে। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, প্রধান কোচ শ্রীধরন শ্রীরামসহ ক্রিকেটাররা সবাই বেশ মনোযোগ দিয়ে শুনছে সাকিবের কথা। টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক নিশ্চয়ই মাস্ট উইন গেমে কী করতে হবে সেই টোটকাই দিচ্ছেন দলকে।

বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: