ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমিকার মৃত্যুর শোকে প্রেমিকের আত্মহত্যা

  • পোস্ট হয়েছে : ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • 83

বিজনেস আওয়ার প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আদিব হাসান (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আদিব সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা পশ্চিমপাড়া এলাকার আব্দুল বারিকের ছেলে ও জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারীর জানান, স্কুলের এক সহপাঠীর সঙ্গে আদিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৫ দিন আগে ওই ছাত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। এ ঘটনার শোকে সোমবার আবিদ গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরলে বিকেলে তাকে প্রথমে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মারা যায় আদিব।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। ওই স্কুলছাত্র শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাই হাসপাতালের ফাঁড়ি থানায় এই বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রেমিকার মৃত্যুর শোকে প্রেমিকের আত্মহত্যা

পোস্ট হয়েছে : ০৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় আদিব হাসান (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আদিব সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের জোড়গাছা পশ্চিমপাড়া এলাকার আব্দুল বারিকের ছেলে ও জোড়গাছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল বারীর জানান, স্কুলের এক সহপাঠীর সঙ্গে আদিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৫ দিন আগে ওই ছাত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। এ ঘটনার শোকে সোমবার আবিদ গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পরলে বিকেলে তাকে প্রথমে সারিয়াকান্দি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে মারা যায় আদিব।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। ওই স্কুলছাত্র শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাই হাসপাতালের ফাঁড়ি থানায় এই বিষয়ে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

বিজনেস আওয়ার/১১ অক্টোবর, ২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: