বিজসেন আওয়ার প্রতিবেদক: লক্ষ্মীপুরে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় আনিকা (১৭) আক্তার নামে এক কিশোরী দগ্ধ হয়ে মারা গেছে। এসময় দগ্ধ হওয়া মা জোৎসনা বেগম (৪০) ও ছোট ভাই রোকন মাহমুদকে (৯) দগ্ধ হয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) সকালে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার সাহা।
মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গোপালপুর পূর্ব মাগুরী গ্রামের জোড়পোলের পূর্ব পাশে আনোয়ার হোসেনের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইসময় ঘরে থাকা আনোয়ারের কিশোরী কন্যা আনিকা আক্তার ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যায়। আহত হয় তার স্ত্রী ও ছেলে রোকন মাহমুদ।
লক্ষীপুর ফায়ার সার্ভিস রণজিৎ কুমার সাহা জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা যাওয়ার আগেই বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
বিজসেন আওয়ার/১২ অক্টোবর, ২০২২/এএইচএ