বিজনেস আওয়ার প্রতিবেদক : ত্রিদেশী সিরিজে বড় ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ। ২০৯ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করে টাইগাররা। এতে ৪৯ রানের বড় ব্যবধানে দলটির কাছে হেরেছে সাকিব বাহিনী।
বুধবার টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান করে।
নিউজিল্যান্ডের পক্ষে ডিভন কনওয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন গ্লেন ফিলিপস। এছাড়া মার্টিন গাপটিল ৩৪, ফিন এলেন ৩২, জেমস নিশাম ৬ ও মার্ক চ্যাপম্যান ২ রান করেন।
বাংলাদেশের পক্ষে সাইফুদ্দিন এবং এবাদত ২টি করে আর একটি উইকেট পান শরিফুল ইসলাম।
২০৯ রানের টার্গেটে খেলতে নেমে টাইগার বাহিনী ৭ উইকেট হারিয়ে ১৬০ রান করেন। দলের পক্ষে ৭০ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান। লিটন ও সৌম্য ২৩ রান করে করেন। শান্ত করেন ১১ রান। এছাড়া মোসাদ্দেক ৯, ইয়াসির ৬, আফিফ ৪, সাইফুদ্দিন ৩ এবং নুরুল হাসান ২ রান করেন।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেন নেন এডাম, আর দুইটি করে উইকেট নেন সাউদি ও মাইকেল।
বিজনেস আওয়ার/১২ অক্টোবর, ২০২২/পিএস