আন্তর্জাতিক ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল সংগঠন ‘মেটা’কে ‘সন্ত্রাসী ও চরমপন্থি’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে রাশিয়া।
মঙ্গলবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ান ফেডারেল সার্ভিস ফর ফিন্যান্সিয়াল মনিটরিং। এর আগে, গত ফেব্রুয়ারিতে ‘রুশোফোবিয়া’ বা ‘রাশিয়াভীতি’ প্রচারের দায়ে মেটাকে অভিযুক্ত করে মস্কো প্রশাসন।
এর আগে, গত ফেব্রুয়ারিতে ‘রুশোফোবিয়া’ বা ‘রাশিয়াভীতি’ প্রচারের দায়ে মেটাকে অভিযুক্ত করেছিল মস্কো প্রশাসন।
গত ১০ মার্চ এক ঘোষণায় মেটার পক্ষ থেকে জানানো হয়, শুধু ইউক্রেনীয় ভূখণ্ডের ব্যবহারকারীরা রুশ আক্রমণকারীদের ‘মৃত্যু কামনা’র মতো বক্তব্য-বিবৃতি মেটার অ্যাপগুলোতে প্রচারের অনুমতি পাবেন।
মার্চের শেষ থেকে ‘চরমপন্থি কার্যক্রম’ চালানোর দায়ে রাশিয়ায় নিষিদ্ধ হয় মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম। তবে অসংখ্য রুশ নাগরিক ভিপিএনের মাধ্যমে এখনও এসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন বলে খবর পাওয়া গেছে। দেশটিতে বিজ্ঞাপন ও অনলাইন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হতো ইনস্টাগ্রাম।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে গোটা বিশ্বের অর্থনীতিতে এক ধরনের অস্থিরতা চলছে। রুশ আগ্রাসনের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ যতই দীর্ঘ হবে বিশ্ব অর্থনীতির গতি ততই মন্থর হবে। এরই মধ্যে বিশ্ব মন্দার আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘও। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও মন্দার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ মেটার বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন। রাশিয়ার এমন সিদ্ধান্তে তালেবানসহ অন্য সন্ত্রাসী সংগঠন ও রাশিয়াবিরোধী সংস্থার মতো সন্ত্রাসী সংগঠনের তালিকায় যুক্ত হলো মেটা।
বিজসেন আওয়ার/১২ অক্টোবর, ২০২২/এএইচএ