বিজনেস আওয়ার ডেস্ক: চিনি কিংবা মিষ্টিজাতীয় খাবার থেকে পিঁপড়াকে দূরে রাখতে হলে সুগন্ধকে কাজে লাগাতে হবে। পিঁপড়া বেশকিছু উপাদানের সুবাস মোটেও পছন্দ করতে পারে না। আর সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই মিষ্টিজাতীয় খাবার আর চিনি থেকে দূরে সরিয়ে রাখা যাবে পিঁপড়াকে।
ঘরের যেখানেই আপনি চিনি রাখেন না কেন, পিঁপড়ার আনাগোনা সেখানে মোটেও হবে না।
যেসব উপাদানের গন্ধ পিঁপড়া মোটেও সহ্য করতে পারে না,
সেগুলো হলো: তেজপাতা, দারুচিনি, লবঙ্গ।
এই তিনটি উপাদানের যেকোনো একটিকে বেছে নিতে পারেন পিঁপড়ার আক্রমণ থেকে মিষ্টিজাতীয় উপাদান বা চিনিকে সুরক্ষিত রাখতে। তবে চিনি বা মিষ্টিজাতীয় খাবারের বক্সে এসব উপাদান চার দিন পরপর বদল করুন। তবেই এর সুবাসে পিঁপড়া থাকবে শতহাত দূরে।
বিজসেন আওয়ার/১২ অক্টোবর, ২০২২/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: