বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে করোনা শনাক্তের হার আগের মতোই রয়েছে। এ পর্যন্ত পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০-২৫ শতাংশের মধ্যেই আছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকোপ কমেছে কিন্তু সংক্রমণ কমেনি। টেস্ট যা-ই হোক ২৪ ঘণ্টায় শনাক্তের হার স্থিতিশীল
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত শনাক্তের হার ছিল ১১ দশমিক ৮৫। আর সেদিন ২৪ ঘণ্টায় পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ১১ দশমিক ৩৫। এরপর ১৫ মে পর্যন্ত শনাক্তের হার ছিল ১২ দশমিক ৫০, ২০ মে-তে শনাক্তের হার দাঁড়ায় ১৩ দশমিক ১১।
স্বাস্থ্য অধিদফতর আনুষ্ঠানিকভাবে ২৬ মে থেকে ২৪ ঘণ্টায় শনাক্তের হার প্রকাশ করা শুরু করে। এদিন ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২১ দশমিক ৫৬ শতাংশ। আর হিসাব করে দেখা গেছে, ওই দিন পর্যন্ত মোট শনাক্তের হার ছিল ১৪ দশমিক ২২। ৩১ মে শনাক্তের হার ছিল ২১ দশমিক ৪৩ শতাংশ, ৩০ জুন শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৯৮ শতাংশ, ৩০ জুলাই ২০ দশমিক ৮৩ শতাংশ।
বিগত ৪ মাসের পরিসংখ্যান অনুযায়ী, করোনা শনাক্তের হার ২০-২৫ শতাংশের মধ্যেই আছে। শুধুমাত্র গত ৩ আগস্ট শনাক্তের হার ছিল রেকর্ড সংখ্যক ৩১ দশমিক ৯১ শতাংশ। দেশে ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত এটি ছিল সর্বোচ্চ শনাক্তের হার। এ পর্যন্ত গড় শনাক্তের হার ২০ দশমিক ৪৬ শতাংশ।
দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯৮৮ জনের। পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৪৭১ জন এবং সুস্থ হয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৭২ জন। অর্থাৎ করোনা সক্রিয় রোগী আছেন বর্তমানে এক লাখ ৬ হাজার ৬৩২ জন।
গত ২ জুলাই একদিনে দেশে সর্বোচ্চ শনাক্তের পরিমাণ ছিল ৪ হাজার ১৯ জন। এরপর ধীরে ধীরে শনাক্ত রোগীর সংখ্যা কমতে থাকে। ১৫ জুলাই শনাক্ত হয় ৩ হাজার ৫৫৩ জন। এরপর এ পর্যন্ত শুধুমাত্র ৩ দিন ৩ হাজারের ওপরে শনাক্ত হয়েছে। বাকি দিনগুলোতে শনাক্ত ৩ হাজারে নিচেই ছিল।
বিজনেস আওয়ার/১২ আগস্ট, ২০২০/এ