বিজনেসে আওয়ার প্রতিবেদক : ঢাকাকে বাসযোগ্য করতে বিশ্বব্যাংকের ঋণ সহায়তা চায় বাংলাদেশ। রাজধানী ঢাকার চারপাশের নদীগুলো পুনরুদ্ধার ও সৌন্দর্য বর্ধনের জন্য এ ঋণ সহায়তা চাওয়া হয়েছে। বুধবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের এমন প্রস্তাবের প্রেক্ষিতে ঢাকা শহরকে বাঁচাতে একটি আম্ব্রেলা ইনভেস্টমেন্ট কর্মসূচির চিন্তা করছে সংস্থাটি।
বিশ্বব্যাংককে দেওয়া প্রস্তাবে বাংলাদেশ জানিয়েছে, নদী পুনরুদ্ধারে অনেক সেক্টর এবং স্টেকহোল্ডার জড়িত। এ জন্য টেকসই পদ্ধতির প্রয়োজন।
স্বল্প থেকে মাঝারি সময়ের মধ্যে ঢাকার জন্য একটি আম্ব্রেলা বিনিয়োগ কর্মসূচির (ইউআইপি) ধারণা দিয়েছে বাংলাদেশ। নদী ব্যবস্থাপনায় একটি সামগ্রিক কৌশল এখন ঢাকার জন্য বিশেষ প্রয়োজন।
বিশ্বব্যাংক আম্ব্রেলা বিনিয়োগ কর্মসূচির (ইউআইপি) নকশা করার জন্য একটি প্রযুক্তিগত সহায়তা দেবে। এর আওতায় ঢাকার চারপাশের নদীগুলো পুনরুদ্ধার করে শহরকে বাসযোগ্য করা হবে।
বিজনেস আওয়ার/১৩ অক্টোবর, ২০২২/কমা