বিজনেস আওয়ার প্রতিবেদক: ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান-বুবলী। আড়াই বছর আগে তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। অবশেষে ছেলেকে প্রকাশ্যে আনলেন। পাশাপাশি শেহজাদের জন্য অনুরাগীদের কাছে দোয়া চান তারা উভয়ই।

তবে সামাজিক যোগামাধ্যমে ফের বীরের ছবি পোস্ট করে সতর্ক করলেন সবাইকে। বীরের নতুন কয়েকটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘সবাই সাবধান, শহরে নতুন বাপজান’।
ঢালিউডের তারকাজুটি শাকিব খান-শবনম বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রিতে মুগ্ধ দর্শক। বর্তমানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন তারা। এ ছাড়া আরও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কিং খান। অন্যদিকে বুবলীও ব্যস্ত নতুন নতুন সিনেমার শিডিউল নিয়ে।
বিজনেস আওয়ার/ ১৩ অক্টোবর,২০২২/এসএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: