বিজনেস আওয়ার প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি গাছা রোড এলাকায় ওয়াহেদ আলী সরকার ফিলিং স্টেশনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে টঙ্গী ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই স্টেশনে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস।
এলাকাবাসী জানায়, গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড় বাড়ি এলাকায় হাজী ওয়াহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসা কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণ আগুন ধরে যায়। মুহূর্তে আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা নিয়ন্ত্রণে কাজ করছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার সার্ভিস কাজ করছে। এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ পড়ে জানা যাবে।
বিজনেস আওয়ার/ ১৩ অক্টোবর,২০২২/এসএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: