আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে গ্রামাঞ্চলে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সামরিক বাহিনীর একটি বাসকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ বিস্ফোরণে কমপক্ষে ১৮ সৈন্য নিহত এবং ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় রেডিও শাম এফএম।
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম সানা জানিয়েছে, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে দামেস্কের গ্রামাঞ্চলে একটি সামরিক বাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তাছাড়া সিরিয়ার কর্তৃপক্ষও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ার সামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। চলতি বছরের জুনে রাকা প্রদেশে এক হামলায় ১৩ সিরীয় সেনা নিহত হন। যদিও পরে এ ঘটনার দায় স্বীকার করে ইসলামিক স্টেট।
বিজনেস আওয়ার/ ১৩ অক্টোবর,২০২২/এসএস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: