আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একজন অফ ডিউটি পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির খোঁজে নিরাপত্তা সংস্থাগুলো ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে এবং এতে করে শহরের একটি অংশ কার্যত বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে কর্তৃপক্ষ।
নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগের মেয়র মেরি অ্যান বাল্ডউইন এক সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় অন্য একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গোলাগুলির এ ঘটনার বিস্তারিত বিবরণ অবশ্য মেরি অ্যান দেননি। তবে তিনি বলেন, ‘আমাদের আরও কিছু কাজ করতে হবে। আমাদের অবশ্যই আমেরিকায় এ নির্বোধ সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতাকে মোকাবিলা করতে হবে।’
বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২২/কমা