বিজনেস আওয়ার প্রতিবেদক : গাজীপুরে ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় কাভার্ডভ্যানে থাকা সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে এক জনের মৃতু্য হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৮টার দিকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মিঠু মিয়া (২৬) নামের ওই ব্যক্তির মৃতু্য হয়। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিলো।
শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (ইমারজেন্সি) কর্তব্য চিকিৎসক ডাক্তার শুভ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডাক্তার শুভ দেবনাথ তিনি বলেন, গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় পাঁচজনকে এখানে ভর্তি ছিল। তাদের মধ্যে মিঠু মিয়া মারা গেছেন। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক।
চিকিৎসাধীন থাকা দগ্ধ চারজন হলেন- আনোয়ারা ইসলাম (২৭) তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। আল আমিন (২৫) শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। সিরাজুল ইসলাম টুটুল (২৫), পারভেজ (৩৩) তার শরীরের ৮৬ শতাংশ দগ্ধ হয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি গাছা রোড এলাকায় ওয়াহেদ আলী সরকার ফিলিং স্টেশনে একটি কাভার্ডভ্যান গ্যাস নিতে গেলে বিকট শব্দে গাড়িটির একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই কাভার্ডভ্যানটিতে আগুন ধরে যায়। এসময় কাভার্ডভ্যানে থাকা পাচজন গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা দগ্ধদের উদ্ধার করে ঢাকায় পাঠায়।
বিজনেস আওয়ার/১৪ অক্টোবর, ২০২২/কমা