বিজনেস আওয়ার প্রতিবেদক: ‘আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী’। চিরকুটে এ কথা লিখে আত্মহত্যা করেছেন লিখন হোসেন (২২) নামে এক যুবকে।
নিহত লিখন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শড়াবাড়ীয়া গ্রামের লিয়াকত আলী খার ছেলে।
শনিবার (১৫ অক্টোবর) সকালে ওই এলাকার একটি বাবলা গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সকালে ফজরের নামাজ শেষে পথচারীরা গ্রামের রাস্তার পাশে একটি বাবলা গাছে লিখনের মরদেহ ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে কি কারণে তিনি আত্বহত্যা করেছেন সেটি বলতে পারছেন না তার পরিবারের কেউ।
তবে মৃত্যুর আগে লিখন একটি চিরকুট লিখেছিলেন। তাতে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী’।
কোলা ইউনিয়নের ক্যাম্প ইনচার্জ নেওয়াজ মোরশেদ জানান, এক যুবকের ঝুলে থাকা মরদেহের বিষয়টি স্থানীয়রা জানান। খবর পেয়ে সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বিজসেন আওয়ার/১৫ অক্টোবর, ২০২২/এএইচএ