স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপের টি-টোয়েন্টির ফাইনালে সর্বনিম্ন রান করেই থেমেছে শ্রীলঙ্কা, তবে ভারত অলআউট করতে পারেনি তাদের। ভারতের সামনে জয়ের জন্য মাত্র ৬৬ রানের লক্ষ্য দিতে পেরেছে দলটি।
শনিবার (১৫ অক্টেবর) দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ৬৫ রান করতে সমর্থ হয় শ্রীলঙ্কা। এর আগে ফাইনালে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল ভারতের। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করে ভারত ৮১ রানে অলআউট হয়।
দ্বিতীয় ওভারের শেষ বলে রেনুকা সিংকে দারুণ এক চারে ভালো কিছুর সম্ভাবনা দেখান লংকান অধিনায়ক চামারি আতাপাত্তু। কিন্তু পরের ওভারেই তার অপ্রত্যাশিত রানআউটে যেন পতনের শুরু। ১২ বলে ৬ রান করেন চামারি। পরের ওভারে মাত্র ১ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। পাওয়ার প্লেতে আসে ৫ উইকেটে ১৬ রানে। ৯ ওভার শেষের আগেই স্কোরবোর্ডে ২৫ রান হতে হতে আরও ২ উইকেট পড়ে যায়।
কিন্তু শেষ দিকে যেন লঙ্কান ব্যাটারদের হুশ হয়। এরপর ৪০ রানে মাত্র ২ উইকেট হারায় চারবারের ফাইনালিস্টরা। সর্বোচ্চ ১৮ রান করে অপরাজিত ছিলেন ইনোকা রানাভিরা। ১৩ রান করে আউট হন ওশাদি। আর সবাই দুই অঙ্কের নিচে! ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নেন রেনুকা। ২ উইকেট করে নেন রাজেশ্বরি ও স্নেহ রানা।
বিজসেন আওয়ার/১৫ অক্টোবর, ২০২২/এএইচএ