বিনোদন ডেস্ক: এ বছর আর মুক্তি পাচ্ছে না সালমনের কোনও ছবিই। সালমন খান অভিনীত দুটি ছবির মুক্তি পিছিয়ে গেল আবার। ‘কিসি কা ভাই কিসি কি জান’ আর ‘টাইগার ৩’ দুই ছবিই মুক্তি পাবে আগামী বছর।
এ বছরের দিওয়ালিতেও মুক্তি পাচ্ছে না সালমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। শুধু তা-ই নয়, ভাইজানের পরবর্তী ছবি ‘টাইগার ৩’-এর মুক্তিও পিছিয়ে গেল। শনিবার ঘোষণা করা হল, ছবি মুক্তির পরিবর্তিত তারিখ।
অনুরাগীরা জানতেন, ‘টাইগার ৩’-এর আগে সালমনকে ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ দেখা যাবে। চলতি বছর ৩০ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তার বদলে তারিখ পিছিয়ে নিয়ে যাওয়া হল পরের বছর।
আনুষ্ঠানিক ভাবে মুক্তির তারিখ ঘোষণা করা না হলেও, কানাঘুষো শোনা যাচ্ছে, ২০২৩ সালের ২১ এপ্রিল, ইদের দিন ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি। এতে অভিনয় করেছেন সালমন খান ছাড়াও পূজা হেগড়ে, শেহনাজ গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, জস্সি গিল এবং রাঘব জুয়াল। ভেঙ্কটেশ এবং জগপতি বাবুও ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন।
বিজনেস আওয়ার/ ১৫ অক্টোবর, ২০২২/এসএস