বিজনেস আওয়ার প্রতিবেদক: দিনাজপুরের বোচাগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ। আটক মাদক কারবারি হলেন বোচাগঞ্জ উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের চন্ডিপুর গ্রামের জোবদুল হকের ছেলে সোহেল রানা (৩২)।
বোচাগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পুলিশের কাছে খবর আসে সোহেল দিনাজপুর শহর থেকে মোটরসাইকেলে করে গাঁজা নিয়ে বোচাগঞ্জে আসছেন। ওই তথ্যের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের মাধবপুর বাজার তাকে আটক করে পুলিশ। এসময় ১৪ কেজি গাঁজাসহ তার মোটরসাইকেল জব্দ করা হয়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক সোহেল রানা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে কুমিল্লা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাঁজা এনে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতো।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আসামিকে রোববার আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।
বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২২/এএইচএ