ঢাকা , বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশকে কামড় দিয়ে আসামি ছিনতাই, ১৭ দিন পর গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • 85

বিজনেস আওয়ার প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ১৭ দিন পর আসামি ইসমাইল হোসেন ওরফে বয়াতিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন বয়াতি (৪৫) উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইয়ের টেক এলাকার নোয়াব আলী স্বর্ণকার বাড়ির আলী আজমের ছেলে

পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২৮ সেপ্টেম্বর বিকালে বসুরহাট পৌরসভার জামাইয়েরটেক এলাকা থেকে মাদক কারবারি ইসমাইল হোসেনকে হাতকড়াসহ ছিনিয়ে নেয় তার সহযোগীরা। এ ঘটনায় একইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে বয়াতির কয়েকজন স্বজনকে আটক করা হয়। ওই ঘটনার ১৭ দিন পর একাধিক মাদক মামলা এবং পুলিশ অ্যাসল্ট মামলার আসামি মাদক সম্রাট বয়াতিকে প্রযুক্তির সহযোগিতায় গ্রেফতার করা হয়।’

জানা যায়, ইসমাইল হোসেন বয়াতি ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর আড়ালে মাদকের ব্যবসা করে আসছেন। সে দীর্ঘ তিন বছর ধরে ওই পেশা ছেড়ে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মাদক কারবার চালিয়ে আসছিল। গত ২৮ সেপ্টেম্বর বিকালে জামাইয়েরটেক এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদ পায় পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউলের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ বয়াতিকে গ্রেফতার করেন। পরে, বয়াতিকে ছাড়িয়ে নিতে তার পরিবারের কয়েকজন নারী ও পুরুষ এসে উপস্থিত হন। একপর্যায়ে, পুলিশ সদস্যরা আসামিকে নিয়ে থানার উদ্দেশ্যে রওয়ানা হলে ঘটনাস্থলে একজন নারী পুলিশকে হাতে কামড় দিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পুলিশকে কামড় দিয়ে আসামি ছিনতাই, ১৭ দিন পর গ্রেফতার

পোস্ট হয়েছে : ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ১৭ দিন পর আসামি ইসমাইল হোসেন ওরফে বয়াতিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন বয়াতি (৪৫) উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামাইয়ের টেক এলাকার নোয়াব আলী স্বর্ণকার বাড়ির আলী আজমের ছেলে

পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ২৮ সেপ্টেম্বর বিকালে বসুরহাট পৌরসভার জামাইয়েরটেক এলাকা থেকে মাদক কারবারি ইসমাইল হোসেনকে হাতকড়াসহ ছিনিয়ে নেয় তার সহযোগীরা। এ ঘটনায় একইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে বয়াতির কয়েকজন স্বজনকে আটক করা হয়। ওই ঘটনার ১৭ দিন পর একাধিক মাদক মামলা এবং পুলিশ অ্যাসল্ট মামলার আসামি মাদক সম্রাট বয়াতিকে প্রযুক্তির সহযোগিতায় গ্রেফতার করা হয়।’

জানা যায়, ইসমাইল হোসেন বয়াতি ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর আড়ালে মাদকের ব্যবসা করে আসছেন। সে দীর্ঘ তিন বছর ধরে ওই পেশা ছেড়ে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মাদক কারবার চালিয়ে আসছিল। গত ২৮ সেপ্টেম্বর বিকালে জামাইয়েরটেক এলাকায় মাদক বিক্রির গোপন সংবাদ পায় পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউলের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ বয়াতিকে গ্রেফতার করেন। পরে, বয়াতিকে ছাড়িয়ে নিতে তার পরিবারের কয়েকজন নারী ও পুরুষ এসে উপস্থিত হন। একপর্যায়ে, পুলিশ সদস্যরা আসামিকে নিয়ে থানার উদ্দেশ্যে রওয়ানা হলে ঘটনাস্থলে একজন নারী পুলিশকে হাতে কামড় দিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বিজনেস আওয়ার/১৬ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: