বিজনেস আওয়ার প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরন সভা ও দোয়া মাহফিল করবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামি শনিবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ভার্চুয়াল পদ্ধতিতে এই আয়োজন করা হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এতে সভাপতিত্ব করবেন ডিএসইর চেয়ারম্যান মো: ইউনুসুর রহমান।
স্মরন সভা ও দোয়া মাহফিলে শেয়ারবাজার সংশ্লিষ্ট সকল সেক্টরের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
বিজনেস আওয়ার/১২ আগস্ট, ২০২০/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: