ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়া থেকে ‘আনসার আল ইসলামে’র সক্রিয় সদস্য গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
  • 88

বিজনেস আওয়ার প্রতিবেদক: কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্য মো. মাহবুব হোসেন (১৯)কে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

রোববার (১৬ অক্টোবর) কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করে এটিইউয়ের একটি দল। এসময় সময় তার কাছ থেকে একটি মোবাইল, তিনটি সিমকার্ড, একটি মেমোরি কার্ড, তিনটি উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আসলাম খান বলেন, মাহবুব হোসেন এবং তার অন্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

তিনি বলেন, তারা ফেসবুক, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল।

গ্রেফতারের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করা করা হয়েছে বলেও জানিয়েছেন এটিইউয়ের মুখপাত্র।

বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কুষ্টিয়া থেকে ‘আনসার আল ইসলামে’র সক্রিয় সদস্য গ্রেফতার

পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: কুষ্টিয়ায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্য মো. মাহবুব হোসেন (১৯)কে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

রোববার (১৬ অক্টোবর) কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেফতার করে এটিইউয়ের একটি দল। এসময় সময় তার কাছ থেকে একটি মোবাইল, তিনটি সিমকার্ড, একটি মেমোরি কার্ড, তিনটি উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আসলাম খান বলেন, মাহবুব হোসেন এবং তার অন্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।

তিনি বলেন, তারা ফেসবুক, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল।

গ্রেফতারের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা দায়ের করা করা হয়েছে বলেও জানিয়েছেন এটিইউয়ের মুখপাত্র।

বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: