বিজনেস আওয়ার প্রতিবেদক: কুষ্টিয়া শহর হতে প্রাগপুর গামী জামান এন্টার প্রাইজ ঢাকা মেট্রো জ ১১ -১৫০৩ নামে একটি বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে মঙ্গলবাড়ীয়া বাজার নামক স্থানে উল্টে গিয়ে ঘটনাস্থলে ২ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ত্রিমোহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতপুরগামী যাত্রীবাহী বাসটি মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই নারী যাত্রী প্রাণ হারান। এসময় বেশ কয়েকজন আহত হয়েছেন।
তিনি বলেন, সড়কের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
বিজনেস আওয়ার/১৭ অক্টোবর, ২০২২/এএইচএ