ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তালাবদ্ধ ঘরে মিললো স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ

  • পোস্ট হয়েছে : ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • 85

বিজনেস আওয়ার প্রতিবেদক: লক্ষ্মীপুরে তালাবদ্ধ ঘর থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ অক্টোবর) মধ্যরাতে সদর উপজেলার শাকচর গ্রামে নিজে বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, চার থেকে পাঁচ দিন ধরে তাদের মরদেহ ঘরে পড়ে ছিল। এ ছাড়া তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন—আবু ছিদ্দিক (৭৫) ও স্ত্রীর আতেরুর নেছার (৬৫)। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিঃসন্তান এ দম্পতি ৩০ বছর ধরে একটি একতলা ভবনে বসবাস করে আসছিলেন।

স্থানীয় মো. মামুনুর রশিদ জানান, সম্প্রতি একটি জমি বিক্রির জন্য তাদের সঙ্গে এক প্রতিবেশীর আলোচনা চলছিল। সোমবার বিকেলে সম্ভাব্য ক্রেতারা কাগজপত্র নিতে ওই বাড়িতে যান। ওই সময় তালাবদ্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে আশপাশের সবাইকে জানান। পরে প্রতিবেশীরা বাইরে থেকে জানালা ভেঙে ভেতরে অর্ধগলিত হাত-পা বাঁধা মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু ছিদ্দিকের ভাই আবু বকর ও ভাতিজা শামিম জানান, এ দম্পতি নিঃসন্তান ছিলেন। তবে তাদের একটি পালক পুত্র রয়েছে। তারা সাধারণ গৃহস্থ পরিবার। তাদের সঙ্গে কখনো কারও কোনো বিরোধ ছিল না। কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, এ বিষয়টি তারা বুঝে উঠতে পারছেন না।

নিহত দম্পতির পালক পুত্র মো. শাহজাহান জানান, তিনি সব সময় লক্ষ্মীপুর শহরে নিজের শ্বশুরবাড়িতে থাকেন। কয়েক দিন থেকে ঘটনা জানাজানি হওয়া পর্যন্ত তিনি ওই বাড়িতে ছিলেন। খবর পেয়ে রাতে তিনি এ বাড়িতে ছুটে আসেন।

শাকচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুর রহমান জানান, পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে ওই দম্পতির শয়নকক্ষে থাকা আলমারি খোলা ও বিক্ষিপ্ত অবস্থায় দেখতে পায়। তাদের জামাকাপড় এলোমেলো অবস্থায় পড়ে ছিল। মরদেহগুলো খাটের ওপর ছড়িয়ে ছিল।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ গণমাধ্যম কর্মীদের জানান, স্বামী-স্ত্রীকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে। একতলা বিল্ডিং এর ছাদের সিঁড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। ঘটনাটি রহস্যজনক। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে। পুলিশ ও সিআইডি একসঙ্গে ঘটনার তদন্তে নেমেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তালাবদ্ধ ঘরে মিললো স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ

পোস্ট হয়েছে : ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: লক্ষ্মীপুরে তালাবদ্ধ ঘর থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় স্বামী-স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ অক্টোবর) মধ্যরাতে সদর উপজেলার শাকচর গ্রামে নিজে বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, চার থেকে পাঁচ দিন ধরে তাদের মরদেহ ঘরে পড়ে ছিল। এ ছাড়া তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন—আবু ছিদ্দিক (৭৫) ও স্ত্রীর আতেরুর নেছার (৬৫)। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, নিঃসন্তান এ দম্পতি ৩০ বছর ধরে একটি একতলা ভবনে বসবাস করে আসছিলেন।

স্থানীয় মো. মামুনুর রশিদ জানান, সম্প্রতি একটি জমি বিক্রির জন্য তাদের সঙ্গে এক প্রতিবেশীর আলোচনা চলছিল। সোমবার বিকেলে সম্ভাব্য ক্রেতারা কাগজপত্র নিতে ওই বাড়িতে যান। ওই সময় তালাবদ্ধ ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে আশপাশের সবাইকে জানান। পরে প্রতিবেশীরা বাইরে থেকে জানালা ভেঙে ভেতরে অর্ধগলিত হাত-পা বাঁধা মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবু ছিদ্দিকের ভাই আবু বকর ও ভাতিজা শামিম জানান, এ দম্পতি নিঃসন্তান ছিলেন। তবে তাদের একটি পালক পুত্র রয়েছে। তারা সাধারণ গৃহস্থ পরিবার। তাদের সঙ্গে কখনো কারও কোনো বিরোধ ছিল না। কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, এ বিষয়টি তারা বুঝে উঠতে পারছেন না।

নিহত দম্পতির পালক পুত্র মো. শাহজাহান জানান, তিনি সব সময় লক্ষ্মীপুর শহরে নিজের শ্বশুরবাড়িতে থাকেন। কয়েক দিন থেকে ঘটনা জানাজানি হওয়া পর্যন্ত তিনি ওই বাড়িতে ছিলেন। খবর পেয়ে রাতে তিনি এ বাড়িতে ছুটে আসেন।

শাকচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুর রহমান জানান, পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে ওই দম্পতির শয়নকক্ষে থাকা আলমারি খোলা ও বিক্ষিপ্ত অবস্থায় দেখতে পায়। তাদের জামাকাপড় এলোমেলো অবস্থায় পড়ে ছিল। মরদেহগুলো খাটের ওপর ছড়িয়ে ছিল।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ গণমাধ্যম কর্মীদের জানান, স্বামী-স্ত্রীকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে। একতলা বিল্ডিং এর ছাদের সিঁড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। ঘটনাটি রহস্যজনক। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে। পুলিশ ও সিআইডি একসঙ্গে ঘটনার তদন্তে নেমেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: