ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু

  • পোস্ট হয়েছে : ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • 77

বিজনেস আওয়ার প্রতিবেদক : গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় সিএনজি স্টেশনে কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আল আমিন হোসেন (২৫) নামের একজনের মৃত্যু হয় বলে জানান, হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, আল আমিনের শরীরে ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। পাশাপাশি শ্বাসনালিও পুড়ে গিয়েছিল। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি গ্রামে। বাবার নাম মোহাম্মদ আলী। তিনি গাজীপুর বোর্ডবাজার বটতলা এলাকায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পারভিনকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন ও একটি ওয়ার্কশপে কাজ করতেন।

এর আগে শুক্রবার আতিকুল ইসলাম মিঠু (২৬) নামে একজন এবং সোমবার পারভেজ নামে আরেকজনের মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণে মোট তিনজনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার হাজি ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক এবং সহকারীসহ তিনজন গুরুতর অগ্নিদগ্ধ হলে তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরো একজনের মৃত্যু

পোস্ট হয়েছে : ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় সিএনজি স্টেশনে কাভার্ডভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আল আমিন হোসেন (২৫) নামের একজনের মৃত্যু হয় বলে জানান, হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি জানান, আল আমিনের শরীরে ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। পাশাপাশি শ্বাসনালিও পুড়ে গিয়েছিল। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি গ্রামে। বাবার নাম মোহাম্মদ আলী। তিনি গাজীপুর বোর্ডবাজার বটতলা এলাকায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পারভিনকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন ও একটি ওয়ার্কশপে কাজ করতেন।

এর আগে শুক্রবার আতিকুল ইসলাম মিঠু (২৬) নামে একজন এবং সোমবার পারভেজ নামে আরেকজনের মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণে মোট তিনজনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকার হাজি ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালক এবং সহকারীসহ তিনজন গুরুতর অগ্নিদগ্ধ হলে তাদের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: