ঢাকা , শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নিয়ম মেনেই মা হয়েছি, জানালেন নয়নতারা

  • পোস্ট হয়েছে : ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • 80

বিনোদন ডেস্ক: কোনো আইন ভাঙেননি। ছয় বছর আগেই তাদের আইনি বিয়ে হয়েছিল। তাদের যমজ সন্তানের মা, তাদেরই এক আত্মীয়া। তাই কোনোভাবেই ভারতের সারোগেসি আইনের বিরুদ্ধে গিয়ে তারা কোনো কাজ করেননি। প্রমাণ সমেত চেন্নাই রাজ্য সরকারকে জানিয়ে দিল দক্ষিণের তারকা দম্পতি নয়নতারা ও ভিগনেশ শিবান।

গত জুনে আনুষ্ঠানিক বিয়ে করেন এই তারকা জুটি। বিয়ের মাত্র চার মাসের মাথায় যমজ সন্তানের বাবা-মা হওয়ার সুখবর শোনান নয়নতারা ও ভিগনেশ। এরপরই ওঠে বিতর্ক। গত কয়েক মাসে অন্তঃসত্ত্বা হওয়ার কোনো চিহ্নই দেখা যায়নি নয়নতারার শরীরে। সন্তান দত্তকও তারা নেননি। তাই স্পষ্ট বোঝা যায়, সারোগেসির মাধ্যমেই বাবা-মা হয়েছেন ভিগনেশ ও নয়নতারা।

তাতেই বিপত্তি। ২০২১-এর ভারতীয় আইন অনুসারে, সেখানে টাকার বিনিময়ে গর্ভ ভাড়া নেওয়ার (সারোগেসি) বিষয়টি নিষিদ্ধ। একমাত্র নির্দিষ্ট কিছু শর্তেই কোনো দম্পতি সারোগেসির সাহায্য নিতে পারেন। তাই নয়নতারা-ভিগনেশের সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

বিষয়টি নিয়ে তারকা দম্পতির কাছে জবাবদিহি চায় তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য দপ্তর। অবশেষে সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়া নিয়ে মুখ খুললেন নয়নতারা ও ভিগনেশ।

জানা যাচ্ছে, স্বাস্থ্যদপ্তরের কাছে এফিডেভিট দিয়ে নয়নতারা ও ভিগনেশ জানিয়েছেন, এ বছর জুন মাসে তাদের সামাজিক বিয়ের অনুষ্ঠান হলেও রেজিস্ট্রেশন হয়েছিল ছয় বছর আগে। এফিডেভিটের সঙ্গে রাজ্য সরকারের কাছে বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেটও জমা দিয়েছেন তারকা দম্পতি। জানিয়েছেন, তাদের সন্তানের সারোগেট মাদার তাদেরই ঘনিষ্ঠ আত্মীয়া। যার বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে। তাই কোনোভাবেই তারা আইনের বাইরে গিয়ে কাজ করেননি।

ভারতের সারোগেসি আইন অনুসারে, সারোগেসির মাধ্যমে বাবা-মা হতে গেলে দম্পতির বিবাহিত জীবন কমপক্ষে পাঁচ বছরের হতে হবে। স্ত্রীর বয়স ২৫-৫০ বছরের মধ্যে আর স্বামীর বয়স হতে হবে ২৬-৫৫ বছরের মধ্যে। দম্পতিকে নিঃসন্তান হতে হবে এবং ‘সারোগেট মাদার’ অবশ্যই যেন তাদের কোনো আত্মীয়া হন, যার বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর সোশাল মিডিয়ায় মাধ্যমে সকলকে সুখবর দেন তারকা দম্পতি। ভিগনেশ শিবান লেখেন, ‘নয়ন ও আমি বাবা-মা হয়েছি। ঈশ্বরের আশীর্বাদে আমাদের যমজ পুত্রসন্তান হয়েছে। আমাদের প্রার্থনা ও আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদেই এই সুখবর এসেছে। এরা দুজনে একসঙ্গে আমাদের কাছে এসেছে। আমাদের উইর এবং উলাগামের জন্য আপনাদের আশীর্বাদ একান্তভাবেই কাম্য।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

নিয়ম মেনেই মা হয়েছি, জানালেন নয়নতারা

পোস্ট হয়েছে : ০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক: কোনো আইন ভাঙেননি। ছয় বছর আগেই তাদের আইনি বিয়ে হয়েছিল। তাদের যমজ সন্তানের মা, তাদেরই এক আত্মীয়া। তাই কোনোভাবেই ভারতের সারোগেসি আইনের বিরুদ্ধে গিয়ে তারা কোনো কাজ করেননি। প্রমাণ সমেত চেন্নাই রাজ্য সরকারকে জানিয়ে দিল দক্ষিণের তারকা দম্পতি নয়নতারা ও ভিগনেশ শিবান।

গত জুনে আনুষ্ঠানিক বিয়ে করেন এই তারকা জুটি। বিয়ের মাত্র চার মাসের মাথায় যমজ সন্তানের বাবা-মা হওয়ার সুখবর শোনান নয়নতারা ও ভিগনেশ। এরপরই ওঠে বিতর্ক। গত কয়েক মাসে অন্তঃসত্ত্বা হওয়ার কোনো চিহ্নই দেখা যায়নি নয়নতারার শরীরে। সন্তান দত্তকও তারা নেননি। তাই স্পষ্ট বোঝা যায়, সারোগেসির মাধ্যমেই বাবা-মা হয়েছেন ভিগনেশ ও নয়নতারা।

তাতেই বিপত্তি। ২০২১-এর ভারতীয় আইন অনুসারে, সেখানে টাকার বিনিময়ে গর্ভ ভাড়া নেওয়ার (সারোগেসি) বিষয়টি নিষিদ্ধ। একমাত্র নির্দিষ্ট কিছু শর্তেই কোনো দম্পতি সারোগেসির সাহায্য নিতে পারেন। তাই নয়নতারা-ভিগনেশের সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

বিষয়টি নিয়ে তারকা দম্পতির কাছে জবাবদিহি চায় তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য দপ্তর। অবশেষে সারোগেসির মাধ্যমে বাবা-মা হওয়া নিয়ে মুখ খুললেন নয়নতারা ও ভিগনেশ।

জানা যাচ্ছে, স্বাস্থ্যদপ্তরের কাছে এফিডেভিট দিয়ে নয়নতারা ও ভিগনেশ জানিয়েছেন, এ বছর জুন মাসে তাদের সামাজিক বিয়ের অনুষ্ঠান হলেও রেজিস্ট্রেশন হয়েছিল ছয় বছর আগে। এফিডেভিটের সঙ্গে রাজ্য সরকারের কাছে বিয়ের রেজিস্ট্রি সার্টিফিকেটও জমা দিয়েছেন তারকা দম্পতি। জানিয়েছেন, তাদের সন্তানের সারোগেট মাদার তাদেরই ঘনিষ্ঠ আত্মীয়া। যার বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে। তাই কোনোভাবেই তারা আইনের বাইরে গিয়ে কাজ করেননি।

ভারতের সারোগেসি আইন অনুসারে, সারোগেসির মাধ্যমে বাবা-মা হতে গেলে দম্পতির বিবাহিত জীবন কমপক্ষে পাঁচ বছরের হতে হবে। স্ত্রীর বয়স ২৫-৫০ বছরের মধ্যে আর স্বামীর বয়স হতে হবে ২৬-৫৫ বছরের মধ্যে। দম্পতিকে নিঃসন্তান হতে হবে এবং ‘সারোগেট মাদার’ অবশ্যই যেন তাদের কোনো আত্মীয়া হন, যার বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর সোশাল মিডিয়ায় মাধ্যমে সকলকে সুখবর দেন তারকা দম্পতি। ভিগনেশ শিবান লেখেন, ‘নয়ন ও আমি বাবা-মা হয়েছি। ঈশ্বরের আশীর্বাদে আমাদের যমজ পুত্রসন্তান হয়েছে। আমাদের প্রার্থনা ও আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদেই এই সুখবর এসেছে। এরা দুজনে একসঙ্গে আমাদের কাছে এসেছে। আমাদের উইর এবং উলাগামের জন্য আপনাদের আশীর্বাদ একান্তভাবেই কাম্য।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: