ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের ওপর বোমা হামলা: ১২ বছর পর জেএমবি সদস্য গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • 41

বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী এলাকায় পুলিশের ওপর বোমা হামলায় জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য নূর আলম ওরফে মোয়াজকে (২৯) ১২ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

সোমবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার নিশ্চিন্তপুর গ্রামের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ বছর ধরে পলাতক ওই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার নুর আলমের বিরুদ্ধে ২০১১ সালে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

২০১০ সালে জেএমবি সদস্য মাসুম চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর বোমা মেরে পালানোর সময় তার সঙ্গী শামীম হাসানকে গ্রেফতার করে পুলিশ।
শামীমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সঙ্গে ওই ঘটনায় নূর আলম ওরফে মোয়াজ জড়িত। ঘটনার পর মোয়াজ কৌশলে পালিয়ে যান। তিনি গত ১২ বছর ধরে চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জায়গায় গার্মেন্টসকর্মীসহ বিভিন্ন ছদ্মবেশে ভিন্ন ভিন্ন পেশায় আত্মগোপনে ছিলেন।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পুলিশের ওপর বোমা হামলা: ১২ বছর পর জেএমবি সদস্য গ্রেফতার

পোস্ট হয়েছে : ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারী এলাকায় পুলিশের ওপর বোমা হামলায় জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য নূর আলম ওরফে মোয়াজকে (২৯) ১২ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

সোমবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থানার নিশ্চিন্তপুর গ্রামের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ বছর ধরে পলাতক ওই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার নুর আলমের বিরুদ্ধে ২০১১ সালে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

২০১০ সালে জেএমবি সদস্য মাসুম চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের ওপর বোমা মেরে পালানোর সময় তার সঙ্গী শামীম হাসানকে গ্রেফতার করে পুলিশ।
শামীমকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সঙ্গে ওই ঘটনায় নূর আলম ওরফে মোয়াজ জড়িত। ঘটনার পর মোয়াজ কৌশলে পালিয়ে যান। তিনি গত ১২ বছর ধরে চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন জায়গায় গার্মেন্টসকর্মীসহ বিভিন্ন ছদ্মবেশে ভিন্ন ভিন্ন পেশায় আত্মগোপনে ছিলেন।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: