ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলে সুযোগ না পাওয়ায় তরুণ ক্রিকেটারের আত্মহত্যা

  • পোস্ট হয়েছে : ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
  • 0

স্পোর্টস ডেস্ক : ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার চেয়ে আইপিএলই সবচেয়ে বেশি টানে তরুণ ক্রিকেটারদের। ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই আইপিএলে খেলার স্বপ্ন বুনতে থাকে তারা। কারও স্বপ্ন পূরণ হয় খুব দ্রুত, কারও হয় একটু বিলম্বে, আবার কারো হয়ই না।

আইপিএলে ডাক না পেয়ে নিজের প্রাণটাই বিসর্জন দিতে হবে, এমন সিদ্ধান্ত নেয়টা খুবই দুঃখজনক। ভারতের মুম্বাইয়ের এক তরুণ ক্রিকেটার সেই ঘটনাটিই ঘটিয়ে বসলেন। কোনো ফ্রাঞ্চাইজি তাকে ডাকেনি। এমনকি আরব আমিরাতে নেয়ার জন্য যে সব নেট বোলারকে ডাকা হয়েছে, সেখানেও ঠাঁই পাননি সেই তরুণ।

শেষ পর্যন্ত রাগে, ক্ষোভে নিজের জীবনটাই দিয়ে দিলেন। আত্মহত্যা করলেন করন তিওয়ারি। মূলতঃ আইপিএলের দিন এগিয়ে এলেও কোনও দলে তার জায়গা হয়নি। যে কারণে ক্রমশ হতাশা গ্রাস করে করন তিওয়ারিকে। এরপরই গত সোমবার মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার।

পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে, অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যা করেছেন করন। এখন পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ২৭ বছর বয়সী ডানহাতি পেসার করণ ঘনিষ্ঠমহলে ভীষণ জনপ্রিয় ছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের নেটে ধারাবাহিকভাবে বোলিং করতেন তিনি।

পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে রাজস্থানে এক বন্ধুকে ফোনে আইপিএলে সুযোগ না পাওয়া নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছিলেন। করনের বোনকে পুরো ঘটনাটি জানায় সেই বন্ধু। সেখান থেকেই জানতে পারেন করনের মা; কিন্তু তখন সব শেষ। এরপর তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই ভাল দলে খেলার সুযোগ খুঁজছিলেন করন; কিন্তু মুম্বইয়ের হয়ে পেশাদার ক্রিকেটে খেলার সুযোগ মেলেনি তার।

বিজনেস আওয়ার/১৩ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইপিএলে সুযোগ না পাওয়ায় তরুণ ক্রিকেটারের আত্মহত্যা

পোস্ট হয়েছে : ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০

স্পোর্টস ডেস্ক : ভারতীয় জাতীয় দলের হয়ে খেলার চেয়ে আইপিএলই সবচেয়ে বেশি টানে তরুণ ক্রিকেটারদের। ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই আইপিএলে খেলার স্বপ্ন বুনতে থাকে তারা। কারও স্বপ্ন পূরণ হয় খুব দ্রুত, কারও হয় একটু বিলম্বে, আবার কারো হয়ই না।

আইপিএলে ডাক না পেয়ে নিজের প্রাণটাই বিসর্জন দিতে হবে, এমন সিদ্ধান্ত নেয়টা খুবই দুঃখজনক। ভারতের মুম্বাইয়ের এক তরুণ ক্রিকেটার সেই ঘটনাটিই ঘটিয়ে বসলেন। কোনো ফ্রাঞ্চাইজি তাকে ডাকেনি। এমনকি আরব আমিরাতে নেয়ার জন্য যে সব নেট বোলারকে ডাকা হয়েছে, সেখানেও ঠাঁই পাননি সেই তরুণ।

শেষ পর্যন্ত রাগে, ক্ষোভে নিজের জীবনটাই দিয়ে দিলেন। আত্মহত্যা করলেন করন তিওয়ারি। মূলতঃ আইপিএলের দিন এগিয়ে এলেও কোনও দলে তার জায়গা হয়নি। যে কারণে ক্রমশ হতাশা গ্রাস করে করন তিওয়ারিকে। এরপরই গত সোমবার মুম্বাইয়ের অ্যাপার্টমেন্ট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার।

পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে, অবসাদগ্রস্ত হয়েই আত্মহত্যা করেছেন করন। এখন পর্যন্ত কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ২৭ বছর বয়সী ডানহাতি পেসার করণ ঘনিষ্ঠমহলে ভীষণ জনপ্রিয় ছিলেন। মুম্বাই ইন্ডিয়ান্সের নেটে ধারাবাহিকভাবে বোলিং করতেন তিনি।

পুলিশ জানিয়েছে, কয়েকদিন আগে রাজস্থানে এক বন্ধুকে ফোনে আইপিএলে সুযোগ না পাওয়া নিয়ে নিজের হতাশার কথা জানিয়েছিলেন। করনের বোনকে পুরো ঘটনাটি জানায় সেই বন্ধু। সেখান থেকেই জানতে পারেন করনের মা; কিন্তু তখন সব শেষ। এরপর তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই ভাল দলে খেলার সুযোগ খুঁজছিলেন করন; কিন্তু মুম্বইয়ের হয়ে পেশাদার ক্রিকেটে খেলার সুযোগ মেলেনি তার।

বিজনেস আওয়ার/১৩ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: