স্পোর্টস ডেস্ক : টি- টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টিকে থাকার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার জিলংয়ে মঙ্গলবার (১৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।
নির্ধারিত ২০ ওভারে পাথুম নিসাঙ্কার ৬০ বলে ৭৪ রানের ক্যামিওতে ৭ ইউকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৫২ রান। জিততে আরব আমিরাতকে করতে হবে ১৫৩ রান। এর আগের ম্যাচে নামিাবয়ার কাছে ৫৫ রানে হেরেছে এশিয়ার চ্যাম্পিয়নরা। আমিরাতের সাথে জয় পেলে কিছুটা স্বস্তি মিলবে লঙ্কানদের। নেট রাট রেটের দিকে খেয়াল রেখে ৬১ রানে ম্যাচ জিততে হবে শ্রীলঙ্কাকে।
আমিরাতের পক্ষে ৪ ওভার বল করে ৩ ইউকেট নেন কার্তিক মাইয়াপ্পান। জহুর খান নিয়েছেন ২ ইউকেট। একটি করে উইকেট নেন আয়ান আফাজাল খান ও আরিয়ান লাকরা।
তবে সুপার-১২ খেলতে হলে পরবর্তী দুই ম্যচ জিততে হবে শ্রীলঙ্কাকে। নেট রানেও খেয়াল রাখতে হবে। যদি তাই হয় তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ আসরে দেখা যাবে তাদের। একই গ্রুপে থাকা নেদারল্যান্ডস টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
বিজনেস আওয়ার/ ১৮ অক্টোবর,২০২২/এসএস