ঢাকা , শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আরব আমিরাতকে হারিয়ে টিকে রইলো শ্রীলঙ্কা

  • পোস্ট হয়েছে : ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • 77

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে বড় হারের পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে কার্তিক মিয়াপ্পনের হ্যাট্রিকে ভড়কে গিয়েছিল শ্রীলঙ্কা। তবে সেই বিপদ সামলে ১৫২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় দাসুন শানাকার দল। এরপর বোলিংয়ে নেমে রীতিমত দুমড়ে-মুচড়ে দেয় আরব আমিরাতকে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) গিলংয়ের কার্দিনিয়া পার্কে লঙ্কান বোলিং তোপে ১৫৩ তাড়া করতে নেমে ৩ ওভার বাকি থাকতেই ৭৩ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। এতে এশিয়ান চ্যাম্পিয়নরা ৭৯ রানের বিশাল এক জয় পায়। এই জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে যাওয়ার আশা বেঁচে রইলো লঙ্কানদের। তবে তার জন্য গ্রুপপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও জয়ের বিকল্প নেই লঙ্কানদের সামনে।

রান তাড়ায় নেমে শুরু থেকেই লঙ্কান বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আরব আমিরাতের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। শেষদিকে জুনায়দে সিদ্দিক ১৬ বলের ১৮ রানের ইনিংস খেলে দলকে ৭৩ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এছাড়া ২১ বলে ১৯ করেন তরুণ অলরাউন্ডার আয়ান আফজাল খান।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। শুরুটা হয়েছিল বেশ ঝড়ো গতিতে। যার ফলে প্রথম ১০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৮৪ রান তুলে ফেলেছিল তারা। কিন্তু আমিরাতের বোলার কার্তিক মিয়াপ্পনের হ্যাট্রিকে কিছুটা বিধ্বস্ত হয় লঙ্কান ব্যাটিং অর্ডার।

তবুও শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ১৫২ রানে। ওপেনার পাথুম নিসাঙ্কা ৬০ বলে ৭৪ রান করেন। ইনিংসটি তার সাজানো ছিল ৬ বাউন্ডারি ও দুটি ছক্কায়। এছাড়া ওয়ান ডাউনে নেমে ধনঞ্জয়া ডি সিলভা করেন ৩৩ রান।

আরব আমিরাতের পক্ষে বোলিংয়ে কার্তিক মিয়াপ্পনের তিন উইকেট ছাড়াও জহুর খান নিয়েছেন দুটি উইকেট।\

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আরব আমিরাতকে হারিয়ে টিকে রইলো শ্রীলঙ্কা

পোস্ট হয়েছে : ০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে বড় হারের পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে কার্তিক মিয়াপ্পনের হ্যাট্রিকে ভড়কে গিয়েছিল শ্রীলঙ্কা। তবে সেই বিপদ সামলে ১৫২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় দাসুন শানাকার দল। এরপর বোলিংয়ে নেমে রীতিমত দুমড়ে-মুচড়ে দেয় আরব আমিরাতকে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) গিলংয়ের কার্দিনিয়া পার্কে লঙ্কান বোলিং তোপে ১৫৩ তাড়া করতে নেমে ৩ ওভার বাকি থাকতেই ৭৩ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। এতে এশিয়ান চ্যাম্পিয়নরা ৭৯ রানের বিশাল এক জয় পায়। এই জয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে যাওয়ার আশা বেঁচে রইলো লঙ্কানদের। তবে তার জন্য গ্রুপপর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও জয়ের বিকল্প নেই লঙ্কানদের সামনে।

রান তাড়ায় নেমে শুরু থেকেই লঙ্কান বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি আরব আমিরাতের ব্যাটিং লাইনআপ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। শেষদিকে জুনায়দে সিদ্দিক ১৬ বলের ১৮ রানের ইনিংস খেলে দলকে ৭৩ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এছাড়া ২১ বলে ১৯ করেন তরুণ অলরাউন্ডার আয়ান আফজাল খান।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। শুরুটা হয়েছিল বেশ ঝড়ো গতিতে। যার ফলে প্রথম ১০ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৮৪ রান তুলে ফেলেছিল তারা। কিন্তু আমিরাতের বোলার কার্তিক মিয়াপ্পনের হ্যাট্রিকে কিছুটা বিধ্বস্ত হয় লঙ্কান ব্যাটিং অর্ডার।

তবুও শেষপর্যন্ত ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ১৫২ রানে। ওপেনার পাথুম নিসাঙ্কা ৬০ বলে ৭৪ রান করেন। ইনিংসটি তার সাজানো ছিল ৬ বাউন্ডারি ও দুটি ছক্কায়। এছাড়া ওয়ান ডাউনে নেমে ধনঞ্জয়া ডি সিলভা করেন ৩৩ রান।

আরব আমিরাতের পক্ষে বোলিংয়ে কার্তিক মিয়াপ্পনের তিন উইকেট ছাড়াও জহুর খান নিয়েছেন দুটি উইকেট।\

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: