ঢাকা , শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রজার বিনি

  • পোস্ট হয়েছে : ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
  • 115

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে সৌরভ গাঙ্গুলির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই গুঞ্জনটা চলছিল বেশ। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। বিসিসিআইয়ের নতুন সভাপতি হলেন দেশটির হয়ে ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার রজার বিনি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এতে টানা তিন বছর দায়িত্ব পালন করা সাবেক অধিনায়ক সৌরভের স্থলাভিষিক্ত হলেন ৬৭ বছর বয়সী রজার বিনি।

বিসিসিআইয়ের ৩৬তম সভাপতি হলেন রজার বিনি। এখন থেকে তার নেতৃত্বেই এখন চলবে ভারতীয় ক্রিকেট। ১৯৮৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন তিনি। বিসিসিআইয়ে যুক্ত হওয়ার আগে সংগঠক হিসেবে কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন। ভারতের হয়ে ২৭টি টেস্ট ও ৭২টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেন সাবেক এই ক্রিকেটার।

এদিকে বিসিসিআই সহসভাপতি পদে রয়েছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান রাজীব শুক্লা। বোর্ডের সচিব পদেও বহাল রয়েছেন সৌরভ গাঙ্গুলীর সময় একই দায়িত্ব সামলানো জয় শাহ। যুগ্ম-সচিব পদে থেকে গেলেন দেবজিৎ শইকয়া। সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমালকে করা হয়েছে আইপিএলের নতুন চেয়ারম্যান।

এদিকে ভারতীয় বোর্ড থেকে সরে গেলেও সৌরভ থাকছেন ক্রিকেটেই। সাবেক এই কিংবদন্তি অধিনায়ক জানিয়েছেন, বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন তিনি।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি রজার বিনি

পোস্ট হয়েছে : ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদে সৌরভ গাঙ্গুলির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই গুঞ্জনটা চলছিল বেশ। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। বিসিসিআইয়ের নতুন সভাপতি হলেন দেশটির হয়ে ১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার রজার বিনি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এতে টানা তিন বছর দায়িত্ব পালন করা সাবেক অধিনায়ক সৌরভের স্থলাভিষিক্ত হলেন ৬৭ বছর বয়সী রজার বিনি।

বিসিসিআইয়ের ৩৬তম সভাপতি হলেন রজার বিনি। এখন থেকে তার নেতৃত্বেই এখন চলবে ভারতীয় ক্রিকেট। ১৯৮৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন তিনি। বিসিসিআইয়ে যুক্ত হওয়ার আগে সংগঠক হিসেবে কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন। ভারতের হয়ে ২৭টি টেস্ট ও ৭২টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেন সাবেক এই ক্রিকেটার।

এদিকে বিসিসিআই সহসভাপতি পদে রয়েছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান রাজীব শুক্লা। বোর্ডের সচিব পদেও বহাল রয়েছেন সৌরভ গাঙ্গুলীর সময় একই দায়িত্ব সামলানো জয় শাহ। যুগ্ম-সচিব পদে থেকে গেলেন দেবজিৎ শইকয়া। সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমালকে করা হয়েছে আইপিএলের নতুন চেয়ারম্যান।

এদিকে ভারতীয় বোর্ড থেকে সরে গেলেও সৌরভ থাকছেন ক্রিকেটেই। সাবেক এই কিংবদন্তি অধিনায়ক জানিয়েছেন, বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন তিনি।

বিজনেস আওয়ার/১৮ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: