বিজনেস আওয়ার প্রতিবেদক: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতের আক্রমণে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম নায়েব সুবেদার আব্দুল মান্নান (৫৩)। মঙ্গলবার রাতে সীমান্তের ভাল্লুকখাইয়া এলাকায় এ ঘটনা ঘটে
বুধবার (১৯ অক্টোবর) সকালে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্টু সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে চোরাকারবারীরা মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার করছে। এমন সংবাদে বিজিবির একটি টহল দল অভিযান শুরু করে। এ সময় বিজিবির সদস্যরা একটি বন্য হাতির দলের সামনে পড়ে। তখন বাকিরা পালিয়ে রক্ষা পেলেও হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার মান্নান ঘটনাস্থলে মারা যান। পরে তার মরদেহটি হাতির দল চারপাশ থেকে ঘিরে রাখে। অনেক চেষ্টার পর হাতির দলটিকে সরিয়ে বুধবার ভোর ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করে বিজিবি।
বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেয়া হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালে। নিহত সুবেদার আব্দুল মান্নানের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা বলেন, স্থানীয়দের কাছ থেকে বন্য হাতির আক্রমণে এক বিজিবির সদস্যের মৃত্যুর খবর পেয়েছি। তবে বিজিবির পক্ষ থেকে এখনও কোনও সংবাদ পাইনি। পরে বিস্তারিত বলা যাবে।
বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২২/এএইচএ