বিজনেস আওয়ার প্রতিবেদক: গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনসহ আগামী নির্বাচন নিয়ে করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ নিতে অবসরপ্রাপ্ত তিন প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।
বুধবার (১৯ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশগ্রহণ করেছেন সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, সাবেক ইসি সচিব মোহাম্মাদ সাদিক, মোহাম্মাদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান।
বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২২/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: