ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

টয়লেটের দরজায় বঙ্গবন্ধুর ছবি, যুবক কারাগারে

  • পোস্ট হয়েছে : ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • 107

বিজনেস আওয়ার প্রতিবেদক: টয়লেটের দরজায় বঙ্গবন্ধুর ছবি রেখে সেই দৃশ্যের ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার মশিউর রহমান জীবন (২২) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) তাকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক। এর আগে সোমবার ‌(১৭ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এদিন সন্ধ্যায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার ফারুক উল আলম।

গ্রেফতার মশিউর রহমান জীবন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের আজগর আলীর ছেলে। তিনি সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি।

জানা যায়, রোববার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই বিষয়ে স্ট্যাটাস দেন তিনি।

মামলার এজাহারে বলা হয়েছে, জীবন তার ফেসবুক আইডি থেকে গত ১৬ অক্টোবর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করেন। যা বঙ্গবন্ধু এবং সরকারের সুনাম ক্ষুণ্ন করেছে এবং জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. কাজী শামীম হোসাইন বলেন, বঙ্গবন্ধুর ছবি ফেসবুকে দিয়ে অবমাননা করবে, আমাদের স্টাফরা তা দেখলে মামলা দেবে না কিংবা পুলিশকে জানাবে না—এটা হয় নাকি? বঙ্গবন্ধুকে অবমাননা করার অধিকার কারও নেই। টয়লেটের সামনে ছবি রেখে তা তুলে ফেসবুকে দেবে আর আমরা ব্যবস্থা নেবো না, তা হয় না। ছবিটি ওই জায়গায় পড়ে থাকলে কারও না কারও চোখে পড়তো। এতে বোঝা যায়, ছবিটি ওই ছেলে কিংবা অন্য কেউ রেখেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ। আমি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২১(২) ২৫(২) ২৯(১) ধারায় মামলা দিয়েছে। মামলা নং ৪৭, তারিখ ১৭/১০/২০২২ ইং। এ মামলায় আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আলামত জব্দ করা হয়েছে, তা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টয়লেটের দরজায় বঙ্গবন্ধুর ছবি, যুবক কারাগারে

পোস্ট হয়েছে : ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: টয়লেটের দরজায় বঙ্গবন্ধুর ছবি রেখে সেই দৃশ্যের ছবি তুলে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার মশিউর রহমান জীবন (২২) নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) তাকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক। এর আগে সোমবার ‌(১৭ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এদিন সন্ধ্যায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার ফারুক উল আলম।

গ্রেফতার মশিউর রহমান জীবন, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের আজগর আলীর ছেলে। তিনি সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি।

জানা যায়, রোববার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই বিষয়ে স্ট্যাটাস দেন তিনি।

মামলার এজাহারে বলা হয়েছে, জীবন তার ফেসবুক আইডি থেকে গত ১৬ অক্টোবর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙলি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করেন। যা বঙ্গবন্ধু এবং সরকারের সুনাম ক্ষুণ্ন করেছে এবং জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. কাজী শামীম হোসাইন বলেন, বঙ্গবন্ধুর ছবি ফেসবুকে দিয়ে অবমাননা করবে, আমাদের স্টাফরা তা দেখলে মামলা দেবে না কিংবা পুলিশকে জানাবে না—এটা হয় নাকি? বঙ্গবন্ধুকে অবমাননা করার অধিকার কারও নেই। টয়লেটের সামনে ছবি রেখে তা তুলে ফেসবুকে দেবে আর আমরা ব্যবস্থা নেবো না, তা হয় না। ছবিটি ওই জায়গায় পড়ে থাকলে কারও না কারও চোখে পড়তো। এতে বোঝা যায়, ছবিটি ওই ছেলে কিংবা অন্য কেউ রেখেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ। আমি এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, হাসপাতাল কর্তৃপক্ষ ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২১(২) ২৫(২) ২৯(১) ধারায় মামলা দিয়েছে। মামলা নং ৪৭, তারিখ ১৭/১০/২০২২ ইং। এ মামলায় আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আলামত জব্দ করা হয়েছে, তা পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: