ঢাকা , বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে গৃহবধূর চুল কাটলেন স্ত্রী

  • পোস্ট হয়েছে : ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • 183

বিজনেস আওয়ার প্রতিবেদক: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় স্বামীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত সন্দেহে তুলে নিয়ে এক গৃহবধুকে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে আরেক গৃহবধুর বিরুদ্ধে।

জানা গেছে, গত শনিবার রাতে স্থানীয় লোকজনের সঙ্গে ভুক্তভোগী সিলেট হযরত শাহ জালাল ও শাহ পরান (রা.) মাজার জিয়ারতের উদ্দেশে রওয়ানা হন। এ সময় গাড়িতে প্রায় ৪৭ জন যাত্রী ছিলেন। তবে তাদের মধ্যে একজন ছিলেন পাশের দৌলতপুর গ্রামের তাইজুদ্দিন। এ কারণে তাইজুদ্দিনের স্ত্রী ফরিদা বেগমের সন্দেহ হয় তার স্বামী ভুক্তভোগীকে নিয়ে সিলেটে মাজার জিয়ারত করতে গেছেন।

এদিকে সোমবার (১৭ অক্টোবর) রাত ১টার দিকে মাজার জিয়ারত শেষে তারা গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ডে নামেন। এ সময় সেখানে নামার পরই তাইজুদ্দিনের স্ত্রী ফরিদার নেতৃত্বে ৭ থেকে ৮ জন ভুক্তভোগী নারীকে গাড়িতে তুলে নেন। পরে রসুলপুর খাদ্য গুদাম সংলগ্ন একটি নির্জন জায়গায় নিয়ে ভুক্তভোগীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে তারা। এ সময় ছুরি দিয়ে ভুক্তভোগী নারীর গায়ের বিভিন্ন অংশ কেটে সেখানে মরিচের গুড়া ছড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয়দের কাছে খারাপ প্রমাণ করতে কেটে দেওয়া হয় মাথার চুলও।

স্থানীয়রা জানান, তাইজুদ্দিনের স্ত্রী ফরিদার মারধরে ওই ভুক্তভোগী নারী জ্ঞান হারান। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠান।

ভুক্তভোগী নারী জানান, আমার স্বামী আবুল কালাম প্রায় ১২ বছর আগে আমাকে ছেড়ে অন্য আরেক জনকে বিয়ে করে। আমাদের দাম্পত্য জীবনে তিন মেয়ে আছে। সংসারে হাল ধরতে বাধ্য হয়ে কটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করি। পরবর্তীকালে ফেরি করে কাপড় বিক্রির ব্যবসা করেছি।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কান্তা রানী দাস বলেন, ভুক্তভোগী নারীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় ভুক্তভোগী নারীকে আমাদের হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুক্তভোগীকে মারধর করে চুল কেটে দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মামলার প্রক্রিয়া চলছে।

বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্বামীর সঙ্গে পরকীয়া সন্দেহে গৃহবধূর চুল কাটলেন স্ত্রী

পোস্ট হয়েছে : ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় স্বামীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত সন্দেহে তুলে নিয়ে এক গৃহবধুকে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে আরেক গৃহবধুর বিরুদ্ধে।

জানা গেছে, গত শনিবার রাতে স্থানীয় লোকজনের সঙ্গে ভুক্তভোগী সিলেট হযরত শাহ জালাল ও শাহ পরান (রা.) মাজার জিয়ারতের উদ্দেশে রওয়ানা হন। এ সময় গাড়িতে প্রায় ৪৭ জন যাত্রী ছিলেন। তবে তাদের মধ্যে একজন ছিলেন পাশের দৌলতপুর গ্রামের তাইজুদ্দিন। এ কারণে তাইজুদ্দিনের স্ত্রী ফরিদা বেগমের সন্দেহ হয় তার স্বামী ভুক্তভোগীকে নিয়ে সিলেটে মাজার জিয়ারত করতে গেছেন।

এদিকে সোমবার (১৭ অক্টোবর) রাত ১টার দিকে মাজার জিয়ারত শেষে তারা গজারিয়া ভবেরচর বাসস্ট্যান্ডে নামেন। এ সময় সেখানে নামার পরই তাইজুদ্দিনের স্ত্রী ফরিদার নেতৃত্বে ৭ থেকে ৮ জন ভুক্তভোগী নারীকে গাড়িতে তুলে নেন। পরে রসুলপুর খাদ্য গুদাম সংলগ্ন একটি নির্জন জায়গায় নিয়ে ভুক্তভোগীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে তারা। এ সময় ছুরি দিয়ে ভুক্তভোগী নারীর গায়ের বিভিন্ন অংশ কেটে সেখানে মরিচের গুড়া ছড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয়দের কাছে খারাপ প্রমাণ করতে কেটে দেওয়া হয় মাথার চুলও।

স্থানীয়রা জানান, তাইজুদ্দিনের স্ত্রী ফরিদার মারধরে ওই ভুক্তভোগী নারী জ্ঞান হারান। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠান।

ভুক্তভোগী নারী জানান, আমার স্বামী আবুল কালাম প্রায় ১২ বছর আগে আমাকে ছেড়ে অন্য আরেক জনকে বিয়ে করে। আমাদের দাম্পত্য জীবনে তিন মেয়ে আছে। সংসারে হাল ধরতে বাধ্য হয়ে কটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করি। পরবর্তীকালে ফেরি করে কাপড় বিক্রির ব্যবসা করেছি।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কান্তা রানী দাস বলেন, ভুক্তভোগী নারীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে আঘাত গুরুতর না হওয়ায় ভুক্তভোগী নারীকে আমাদের হাসপাতালেই ভর্তি করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুক্তভোগীকে মারধর করে চুল কেটে দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মামলার প্রক্রিয়া চলছে।

বিজনেস আওয়ার/১৯ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: